আসসালামু আলাইকুম উস্তাদ।
আমাদের বাসার বারান্দা থেকে আমার আম্মুর, ভাবীর কাপড় উধাও হয়ে গিয়েছিলো কিছুদিন আগে। আজকে আমার আর আমার বোনের একসাথে ২টা পায়জামা উধাও হলো। রাতের বেলায় ভুলক্রমে বারান্দা থেকে আনা হয় নি। সকালে দেখলাম, নেই।
পরে আগের হারানো কাপড়গুলোর মতোই খুঁজাখুঁজির পর বিল্ডিং এর অন্য প্রান্তে ২টা সালোয়ার প্যাচানো অবস্থায় পাওয়া গেছে।
এগুলো কি দুষ্টু জীনের কাজ হতে পারে? বা কেউ কি যাদু করার জন্য কোনোভাবে এমন করতে পারে?
কাপড়গুলোকে কিভাবে পবিত্র করা যাবে? আমার আম্মুর আর ভাবী উনাদের হারানো গুলো পাওয়ার পর আর পড়ে নি সেগুলো। কিন্তু আমার বোনের যেটা হারালো, সেটা স্কুলের পায়জামা। তার পরীক্ষা চলছে, কালকেই পড়তে হবে এটা।
কিভাবে এটাকে সকল কিছু থেকে পবিত্র করা যায়?