আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
46 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
السلام عليكم و رحمته الله و باراكته...
১- আমার এক বান্ধবী সে এখনো অবিবাহিত। সে একদিন একটা স্বপ্ন দেখে এমন যে সে তার হাজবেন্ডের সাথে  হাটছে এবং তার হাজবেন্ড তাকে প্রটেক্ট করছে।

 সে এই স্বপ্নটা আমাকে বলে তো হঠাৎ আমি মুখ ফসকে বলে ফেলি - " দেখিস আবার শয়তানের ধোকাও হতে পারে ফিতনায় ফেলার জন্য "।
এরপর আমি তাকে জিজ্ঞেস করি চেহারা দেখেছে কিনা তখন সে বলে সে চেহারা দেখেনি তো আমি বলি তাহলে ঠিক আছে। এবং সে বলেছে সে আমার পূর্বের কথাটি সিরিয়াসলি নেয়নি।
আমার স্বপ্নের ব্যাখ্যা বলার কোন উদ্দেশ্য ছিলনা। এখন আমার সে সতর্কতামূলক কথা বলার কারণে কি আমার বান্ধবীর জীবনে কোন খারাপ কিছু ঘটার সম্ভাবনা আছে???
২- আমার বাবা  আমার মাকে অনেক কষ্ট দিয়েছে। একদিন ঠান্ডা মাথায় বাবা মাকে বলে চলে যেতে তখন মা কাজ করছিলেন এবং খুব অস্বস্তিকর অবস্থায় ছিলেন। তখন মা বাবাকে বলেন - এটা তো তোমার ঘর না কেন যাব  । তারপর বাবা রুমে গিয়ে মাকে ডাকে সহবাসের উদ্দেশ্যে তখন মায়ের মেজাজ ভালো ছিলনা আর একটু আগেই চলে যেতে বলেছিল তাই মায়ের মন খারাপ ছিল। তাই মা বলেন আমার এখন ভালো লাগছেনা। তখন বাবা মাকে তালাক বলে দেয়। কতবার বলেছে তা নিশ্চিত নয়। মা নিজের কানেই দুই বার শুনেছে। এবং মা ধারণা করছেন তিনি হয়ত তিনবারেরও বেশি বলেছে। বাবা খুবই মিথ্যাবাদী তাকে যখন জিজ্ঞেস করা হলো তখন তিনি বলেন তিনি শুধু একবার বলেছেন অথচ মা নিজেই দুবার শুনেছেন।
এখন বাবা মায়ের তালাক কি  হয়ে গেছে?
৩- বাবা গত ১ বছর আগে আমাদেরকে রেখে চলে গেছেন । তিনি তারপর আর একবারও আসেননি। আমাদেরকে ফোনও করেননা। আমরাও যদি বাবার সাথে কোন যোগাযোগ না করি তাহলে কি আমাদের খুব গুনাহ হবে?
৪ - আমি যখন খুব ছোট নাবালেগ অবস্থায় ছিলাম তখন আল্লাহ সম্পর্কে খারাপ  কথা বলেছিলাম। তারজন্য অবশ্যই আমি অনুতপ্ত।
আর কদিন আগেও জীবনের গতিহীনতার ডিপ্রেশনে পড়ে। আর দ্বীনের পথে চলার এত আকাঙ্ক্ষার পড়ও যখন পারছিনা। তখন আল্লাহকে বলে বসি -  "ইয়া আল্লাহ আমি তো তোমারই হতে চেয়েছি  তাহলে আমার সাথে এমন বেয়াদবি আচরণ কেন করছ " কথাটা বলে তৎক্ষনাৎ ভয় পেয়ে যাই খুবই। আল্লাহর কাছে মাফি চাই। কালেমা পড়ি। আমি চরম অশান্তির ও অস্থিরতার মাঝে ছিলাম তখন।
আমি কি শাতিম হয়ে গেছি?
আমাকে শাতিমের শাস্তি দেওয়া কি ফরজ হয়ে গেছে?
৫- আমি আমার জীবন নিয়ে রবের কাছে শুকরগুজার থাকি। কিন্তু আমার জীবনটায় অনেকরকম ভয় ও অশান্তি। আর আমি শারীরিক মানসিক আত্মিক সবদিকে কিছুটা অসুস্থ। তাই আমি সবসময় খালি বলি - আমি মরে যেতে চাই, আমি মরে যাবো।


এতে কি আমার  গুনাহ হবে?
৬- ইসলামের কোন বিষয়কে অপছন্দ করলে তো ঈমান চলে যায়। যদি কোন বিষয় কঠিন লাগে এবং কঠোর মনে হয় তবুও কি ঈমান চলে যায়?
৭- মুশরিকদের কোন রীতি যদি আমার ভালো লাগে তাহলে কি গুনাহ হয়?
৮- আমার চুল পড়তে পড়তে সিঁথির অংশটায় গোল হয়ে খালি হয়ে গেছে। নিজের কাছে কেমন যেন বাজে লাগে। আমি যদি সে অংশটা কাজল লাগিয়ে কালো করে রাখি আমার কি গুনাহ হবে?
৯- কাফেরদের অনুকরণ করা তো গুনাহ। তবে যদি তাদের কোন ডিজাইন বা স্টাইল আমার ভালো লাগে তাই আমি সেটা করি অনুকরণের উদ্দেশ্য নয় তবুও কি গুনাহ হবে?
১০ - আমি আলহামদুলিল্লাহ পর্দা করে চলার চেষ্টা করি। তবে দুটো স্টুডেন্ট পড়াই ছেলে বয়স ৭+  বছর দুজনই নাবালেগ। তারা আমাকে জড়িয়ে ধরে কোলেও আসে। তাদের সাথে কি পর্দা করতে হবে?
১১- আমার জন্মসালটা কেউ নিশ্চিতভাবে বলতে পারছেনা। একেকজন একেকটা বলে।স্বাভাবিক ও গড় নিয়মে  দাঁত পড়ার বয়স, হায়েজ শুরু বয়স থেকে ধারণা করলে ২০০৪ হওয়ার সম্ভাবনা বেশি।
যদি সবাইকে সেটাই বলি তাহলে কি তা মিথ্যা হবে যদি সঠিক না হয়ে থাকে?
১২- আমার জীবনে যতই দুঃখ কষ্ট আসে। আমি ভাবি সব আমার গুনাহ ও গাফেলতি ফল। আল্লাহর পরীক্ষা ভাবতে পারিনা। এমন চিন্তার জন্য কি আমার গুনাহ হবে?

1 Answer

0 votes
by (676,170 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মুহাম্মাদ ইবনে সীরিন রহ. বলেছেন :
 الرؤيا ثلاث : حديث النفس ، وتخويف الشيطان ، وبشرى من الله . (رواه البخاري في التعبير) 
স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। মনের কল্পনা ও অভিজ্ঞতা। শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। (বর্ণনায় : বুখারি)

হযরত আবু রাযিন আল-উক্বাইলী রাঃ বলেন নবী কারীম সাঃ বলেছেন
، عَنْ أَبِي رَزِينٍ العُقَيْلِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُؤْيَا المُؤْمِنِ جُزْءٌ مِنْ أَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ، وَهِيَ عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ يَتَحَدَّثْ بِهَا، فَإِذَا تَحَدَّثَ بِهَا سَقَطَتْ». 
মু'মিনের স্বপ্ন হচ্ছে নবুওতের চল্লিশভাগের এক ভাগ(অর্থাৎ তা সত্যরূপ পরিনত হয়ে থাকে),যে স্বপ্ন দেখেছে স্বপ্নটা তার উপর ঘুর্ণায়মান থাকে যতক্ষণ না কারো কাছে ব্যক্ত করে,অতঃপর যখন সে কারো কাছে ব্যক্ত করে (এবংঐ ব্যক্তি এর কোনো ব্যখ্যা প্রদান করে) তখন ঐ ব্যখ্যা অনুযায়ীই স্বপ্ন বাস্তবায়িত হয়।(তিরমিযি হাদীস নং ২২৭৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) এটা স্বপ্নের ব্যখ্যা হবে না। এদ্বারা আপনার বান্ধবীর কোনো ক্ষতি হবে না।

(২) আপনার মায়ের উপর দুই তালাক পতিত হয়েছে। উনি আপাতত সংসার করতে পারবেন। আরো এক তালাক হয়ে গেলে আর সংসার করতে পারবেন না।

(৩) যেহেতু বাবা নিজেই আপনাদেরকে ছেড়ে চলে গেছেন তাই যোগাযোগ না করলে আপনাদের গোনাহ হবে না।তবে আপনাদের উচিত যোগাযোগ রাখা।

(৪) আপনাকে ঈমান নবায়ন করতে হবে।
(৫) জ্বী, গোনাহ হবে।
(৬) ইসলামের কোনো বিষয় কঠোর মনে হলে ঈমান যাবে না।

(৭)- মুশরিকদের কোন রীতি যদি ভালো লাগে তাহলে  গুনাহ হবে।
(৮) সে অংশটা কাজল লাগিয়ে কালো করে রাখলে গুনাহ হবে নাড়

(৯) গুনাহ হবে না।

(১০) যদি তারা বালেগ হওয়ার নিকটবর্তী হয়, সবকিছু বুঝে, তাহলে তাদের সাথে পর্দা করতে হবে।

(১১) মিথ্যা হবে না।

(১২) এমন চিন্তার জন্য গুনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
১- মা ধারণা করছেন তিনি ৩ বারেরও বেশি বলেছেন। আর মা স্পস্ট শুনেছেন ২ বার কারণ ২বার বলার পরেই মা দৌড়ে অন্য রুমে চলে গিয়েছিলেন । তাই এরপর বাবার কথাগুলো স্পষ্ট শোনেননি।  আর বাবা ২ বার তালাক  বলার আগেই তো মাকে একদম ঠান্ডা মাথায় চলে যেতে বলেছেন। এতে তো কিনায়া তালাক হয়ে যাওয়ার কথা তাহলে? 


মাকে তিনি অনেক কষ্ট দিয়েছেন। বাবা এত জুলুম করার পরেও মাকে ক্ষমা চাইতে বলেন। আর মাও বাবার সাথে আর সংসার করতে চাননা। আমি চাইনা মা বাবার সাথে থাকুক। মা আলাদা থাকেন আমাদের সাথে। আর  গত দেড় বছর আগে বাবা নিজেই চলে গেছেন। আমাদের সাথে কোন যোগাযোগ করেননা। আমরা মাঝে মাঝে ফোন দেই। 
এতে কি মায়ের কোন গুনাহ হবে? 

২- মাথা থেকে ঝরে পড়া চুল কমোডে ফেললে কি কোন সমস্যা আছে?  গুনাহ হবে? 



by (676,170 points)
যেহেতু মা শুনেননি, তাই বাবার কথার উপর বিষয়টা নির্ভর করবে। বাবাকে জিজ্ঞেস করতে হবে তিনি কি তৃতীয় তালাক দিয়েছিলেন। ঘর থেকে বের হয়ে যাবার কথার সময় কি তিনি তালাকের নিয়তে বলেছিলেন?  যদি যদি তৃতীয় তালাক বলেন বা ঘর থেকে বের হয়ে যা বলার সময় তালাকের নিয়ত করে থাকেন, তাহলে তৃতীয় তালাকও পতিত হবে। নতুবা তৃতীয় তালাক পতিত হবে না।

(২) মাথা থেকে ঝড়ে পড়া চুলকে দাফন করাই উচিত ও উত্তম। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 265 views
...