আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
714 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
১. (মহিলাদের দাওয়াতি কাজের শরীয়াহ বিধানের পরিপ্রেক্ষিতে অনেকে এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে থাকেন। সেকরনে জানতে চাওয়া।) প্রয়োজনের তাগিদে যেসকল মেয়েরা চাকরির দিকে ছুটে, তাদের এই অবস্থাকে কেউ যদি দাওয়াতি কাজের জন্য মাহরাম ছাড়া বাইরে যাওয়ার উছিলা হিসেবে দাড় করায় তাহলে সেটা কতখানি যুক্তিযুক্ত হবে? এ ব্যাপারে ইসলাম কি বলে?

২. অনেক সময় মহিলারা ওয়াজ-মাহফিল শোনার জন্য সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বাইরে থাকে এবং অনেকের সাথে মাহরাম থাকে না। তারা আবার এই বিশ্বাসও পোষণ করেন যে, মাহফিলে যেয়ে কিছুটা চোখের পানি ফেললে হয়ত এই উছিলায় আল্লাহ তাদেরকে মাফ করবেন। এটা কি ইসলামের ব্যাপারে বেশী আবেগী হয়ে ইসলাম পরিপন্থী কাজের শামিল হওয়ার সমান? এ ব্যাপারে ইসলামের বিধান কি?

1 Answer

0 votes
by (606,750 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা পুরুষ এবং নারী দু'টি ভিন্ন জাতিকে তৈরী করেছেন।এবং তাদের কাজকেও বন্টন করে দিয়েছেন।এভাবে যে, সাধারণত পুরুষ বাহিরে কাজে ব্যস্ত থাকবে এবং নারীরা ঘরের ভিতর সামাল দিবে।এবং সন্তানসন্ততি কে শিক্ষাদীক্ষা দেয়ার মত মহান কাজ আঞ্জাম দিবে।

নারীশ্রম কে ইসলাম নিরোৎসাহিত করেছে।তবে শরয়ী জরুরুতে অনুমোদনও দিয়েছে।
নারীশ্রমের শরয়ী বিধান জানতে ভিজিট করুন করুন-https://www.ifatwa.info/632

ফিৎনার আশংকা না থাকলে নারীদের জন্য একদিন একরাত (পায়ে হেটে)সফর পরিমাণ দূরত্ব তথা (৭৭÷৩=২৫.৬)২৫.৬ কিলোমিটার বা তার চেয়ে কম পরিমাণ জায়গা সফর করা মাহরাম ব্যতীত জায়েয আছে।তবে ফিৎনার আশংকা থাকলে জায়েয হবে না।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/212

পর্দা করা ফরয।পর্দার তিনটি স্থর রয়েছে পর্যায়ক্রমে।প্রথম স্থর হল,ঘরে বসে পর্দা করা।বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/572
মানবিক প্রয়োজন,যার জন্য বের না হলেই নয়।যেমন মাহরাম না থাকাবস্থায় খাবার দাবার ও পোষাক ইত্যাদি ক্রয় বা চিকিৎসা কিংবা মাহরাম আত্মীয় স্বজনকে দেখা ইত্যাদির জন্য বাহিরে যাওয়া।সুতরাং বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়াতে ফরয বিধান পালন হবে।

আল্লাহ তা'আলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।(সূরা আহযাব-৩৩)বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/3247

ফ্রি মিক্সিং পরিবেশ ব্যতীত পর্দা সম্মত হালাল যেকোনো চাকুরী করতে পারবে।তবে অবশ্যই পিতা বা স্বামীর অনুমতি সাপেক্ষ্যে।বিনা প্রয়োজনে চাকুরীতে না যাওয়াই উত্তম।যদি ফ্রি মিক্সিং চাকুরী করা ব্যতীত খোরাকীর অন্য কোনো ব্যবস্থা না থাকে,তাহলে ইস্তেগফারের সাথে রুখসত হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/38503


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
চাকুরীর কোনো প্রয়োজনিয়তা না থাকে,অর্থাৎ চাকুরী ব্যতীত জীবন চালানোর মত সামর্থ্য থাকে,তাহলে চাকুরীতে যাওয়া জায়েয হবে না। আর যদি  চাকুরীর প্রয়োজনিয়তা থাকে,তাহলে চাকুরীতে জয়েন হওয়া যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/7396

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
(১)প্রয়োজনের তাগিদে যেসকল মেয়েরা চাকরির দিকে ছুটে, তাদের এই অবস্থাকে কেউ যদি দাওয়াতি কাজের জন্য মাহরাম ছাড়া বাইরে যাওয়ার উছিলা হিসেবে দাড় করায় তাহলে সেটা কতখানি যুক্তিযুক্ত হবে?
এই কথা দ্বারা আপনি কি বুঝাতে চেয়েছেন,একটু পরিস্কার করে কমেন্টে উল্লেখ করবেন।
(২)
মহিলারা ওয়াজ-মাহফিল শোনার জন্য সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বাইরে থাকে এবং অনেকের সাথে মাহরাম থাকে না। 
এটা ইসলামের ব্যাপারে বেশী আবেগী হয়ে ইসলাম পরিপন্থী কাজের শামিল।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (6 points)
বর্তমানে মহিলাদের  কোন একটা দল যারা দাওয়াতি কাজের উদ্দেশ্যে বিভিন্ন থানা/জেলা/বিভাগ সফর করে থাকে, কখনও কখনও ৩/৭/১০/৪১-৪৫ দিন দাওয়াতি কাজের উদ্দেশ্যে সফরে বের হয়(যদিও সেখানে মহিলারায় সব কাজ করে থাকে। বাজার-ঘাট থেকে রান্না-বান্না, দ্বীনি  বয়ান), তদেরকে যদি দাওয়াতি কাজের ক্ষেত্রে ইসলাম মহিলাদের যে বিধান দিয়েছে সেটা বলা হয় তাহলে প্রতিউত্তর হিসেবে তারা এটা বলে যে, মেয়েরা দুনিয়াবি কাজের জন্য চাকরি-পড়ালেখা করছে আর দ্বীন-ঈমান রক্ষার্থে কেন এই দাওয়াতি কাজ করতে পারবে না। এই যুক্তি কতখানি সঠিক?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...