বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ গরীব মুমিনরা ধনীদের পাঁচশত বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। (তিরমিযী ২৩৫১ নং) হাদীস সহীহ।
আল্লাহ তা'আলা বলেন,
وَلاَ تَنكِحُواْ الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلاَ تُنكِحُواْ الْمُشِرِكِينَ حَتَّى يُؤْمِنُواْ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُوْلَـئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللّهُ يَدْعُوَ إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
আর তোমরা মুশরেক নারীদেরকে বিয়ে করোনা, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরেক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। এবং তোমরা (নারীরা) কোন মুশরেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না, যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাসও একজন মুশরেকের তুলনায় অনেক ভাল, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। তারা দোযখের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে। আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে।(সূরা বাকারা-২২১) বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/4748
নিশ্চিতরূপে এটা বলা যে ঐ ব্যক্তি কাফির হয়ে মারা গেছে, সেটা উচিৎ নয়। বলা তো যায় না সে মৃত্যুর পূর্বে কালেমা পড়েছে কি না?
লর্ড শব্দতে যেহেতু আল্লাহ এবং অন্য অর্থও বিদ্যমান আছে, তাই ব্যবহার করা যাবে, তবে ব্যবহার না করাই উত্তম।
কারেন্ট চলে গেলে ইন্নালিল্লাহ এবং চলে আসলে আলহামদুলিল্লাহ বলাই উচিৎ।
শিক্ষক ব্যতীত ইসলাম শিখা যাবে না। যদি শিক্ষক ব্যতীত ইসলাম শিক্ষা করা সম্ভবপর হত, তাহলে উম্মতকে শুধু কুরআন দিয়ে দিলেই হত, রাসূল প্র্রেরণের কোনো প্রয়োজন হত না।