হজরত আবু সাঈদ খুদরি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, এমন পাঁচটি কাজ আছে যে ব্যক্তি একই দিনে ওই কাজগুলো করবে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী বলে লিখে দেবেন। আর তা হলো-
১. রোগী দেখা তথা রোগীর সেবাযত্ন বা খোঁজ-খবর নেওয়া।
২. জানাজায় অংশগ্রহণ করা।
৩. রোজা রাখা।
৪. জুমার নামাজ আদায় করা।
৫. গোলামমুক্ত করে দেওয়া। (মুসলিম)
এটি কি আসলে ই মুসলিম শরীফের হাদীস
অন্য এক হাদীসে শুক্রবার রোযা না রাখার কথা আছে
এক্ষেত্রে সঠিক কোনটা