শরীয়ত কি একটি পাপের রেশ টেনে অপর একটি জায়েজ কাজকে পাপ সাব্যস্ত করে? উদাহরণস্বরূপ : একজন লোক টাকা চুরি করে একটি রিকশা কিনল। এখন শুধু টাকা চুরির পাপ হবে নাকি রিক্সা থেকে উপার্জিত সকল অর্থ হারাম হবে? বা, একটা ২০০০ টাকা মূল্যের ছাগলের বাচ্চা চুরি করে ছাগলটি বড় করে ১০০০০টাকা বিক্রি করলো। এখন তার জন্য কি শুধু ওই ২০০০ টাকা হারাম হবে নাকি বাকি ৮০০০ হাজারও হারাম হবে?