আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
69 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
Assalamu Alaikum Wa Rahmatullah.

I am seeking an Islamic ruling (fatwa) regarding my marriage. My husband has issued talaq (divorce) to me multiple times over the past few years and has taken me back each time. I need to know whether I am still halal (permissible) for him or if the marriage has ended according to Shariah.

Here is a summary of the talaq history:

1. First talaq – Long ago; he took me back within a few days.

2. He once gave 3 talaqs at once but later claimed it counted as 1 and took me back.

3. Last year, he gave me talaq and returned me after 46 days. We had marital relations afterward.

4. A few months later, he gave another talaq and took me back again.

5. In January, he gave another talaq and again took me back.

6. A few months ago, he gave 3 talaqs at once again and took me back later.

7. Recently, he gave one more talaq, and today is the last day of my iddah.


He believes he can continue returning to me unless he gives the 3rd talaq after 3 separate periods. He refers to Surah Al-Baqarah: 229. I was not sure, so I asked a scholar, and they told me the marriage has ended.

Can you please clarify: Am I still married to him according to Islam? Or is the marriage over (irrevocable divorce)?

I truly want to follow Allah’s path and act with full knowledge and sincerity. Please help me.

Jazakum Allahu Khayran.

—A Sister from Bangladesh

1 Answer

0 votes
by (645,180 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

শরীয়তের বিধান হলো এব বৈঠকে ৩ তালাক দেওয়া হোক,বা একাধিক বৈঠকে,
এক শব্দে ৩ তালাক দেওয়া হোক বা একাধিক শব্দে ৩ তালাক দেওয়া হোক,সব ছুরতেই ৩ তালাকই পতিত হয়ে যাবে।       

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার উপর অনেক আগেই তিন তালাক পতিত হয়ে গিয়েছে।      
অনেক দিন ধরেই আপনাদের যেনার সংসার চলছে।

তিন তালাক দেবার পর উক্ত মহিলা আর নিজের স্ত্রী থাকে না। পর মানুষ হয়ে যায়। এটিই অমোঘ বিধান। 

এক্ষেত্রে উক্ত স্বামীর সাথে পুনরায় ঘর সংসার করতে চাইলে সূরত একটিই বাকি আছে। তা হল, আপনার অন্যত্র বিবাহ হতে হবে। সেই বিবাহ শর্তহীন ভাবে হতে হবে। কাহারো পক্ষে থেকেই কোনো তালাকের শর্ত করা যাবেনা। তারপর সেই স্বামীর সাথে স্বাভাবিক ঘর সংসার করতে হবে। এমনকি শারিরীক সম্পর্ক হতে হবে। 

তারপর উক্ত স্বামী যদি কোনোরুপ শর্ত ছাড়াই নিজ আপনাকে তালাক দেয়, তারপর ইদ্দত শেষ হয়, তাহলেই কেবল আপনি আবার ১ম স্বামীর সাথে বিবাহ বসতে পারবেন। এবং আবার ঘর সংসার করতে পারবেন। এছাড়া দ্বিতীয় কোন রাস্তা খোলা নেই।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ [٢:٢٣٠] 

তারপর যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে,তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়,তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোন পাপ নেই। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা;যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। [সূরা বাকারা-২৩০]

وقال الليث عن نافع كان ابن عمر إذا سئل عمن طلق ثلاثا قال لو طلقت مرة أو مرتين فأن النبي صلى الله عليه و سلم أمرني بهذا فإن طلقتها ثلاثا حرمت حتى تنكح زوجا غيرك

হযরত নাফে রহ. বলেন,যখন হযরত ইবনে উমর রাঃ এর কাছে ‘এক সাথে তিন তালাক দিলে তিন তালাক পতিত হওয়া না হওয়া’ (রুজু‘করা যাবে কিনা) বিষয়ে জিজ্ঞাসা করা হলো,তখন তিনি বলেন-“যদি তুমি এক বা দুই তালাক দিয়ে থাকো তাহলে ‘রুজু’ [তথা স্ত্রীকে বিবাহ করা ছাড়াই ফিরিয়ে আনা] করতে পার। কারণ,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরকম অবস্থায় ‘রুজু’ করার আদেশ দিয়েছিলেন। যদি তিন তালাক দিয়ে দাও তাহলে স্ত্রী হারাম হয়ে যাবে, সে তোমাকে ছাড়া অন্য স্বামী গ্রহণ করা পর্যন্ত। {সহীহ বুখারী-২/৭৯২, ২/৮০৩}

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (3 points)
reshown by
ধন্যবাদ শারেখ। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে এক তালাক দিলে যে ইদ্দতের সময়ের মধ্যে ফেরত নেওয়া - এটা সর্বোচ্চ কতবার করা যায়? আমার স্বামী বলেছিলো এটা নির্দিষ্ট না,যতবার ইচ্ছে দেওয়া যায়।কিন্তু আমি কিছুদিন আগে শুনলাম এরকম সর্বোচ্চ দুবার ফেরত নেওয়া যায়। কোনটি সঠিক?
by (645,180 points)
এরকম সর্বোচ্চ দুবার ফেরত নেওয়া যায়। 

৩য় বার তালাক দেওয়ার পর তো তিন তালাক পতিত হয়ে যায়, সেক্ষেত্রে তো আর এভাবে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকেনা।

এমতাবস্থায় ফিরে নিতে হলে শরয়ী হালালাহ করে নিতে হয়।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...