আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
আমার জিজ্ঞাসা।
১) আমি মেয়ে।জুমাবার যখন খুতবা চলে তখন কি আমি যোহর আদায় করতে পারবো নাকি মুসল্লী বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবো।মানে জুমাবারে যোহর আদায়ে কোন বিধাব্ন আছে কিনা? নাকি ওয়াক্ত আসার সাথে সাথে আদায় করে ফেলবো?
২) ইন্টারকোর্সের সময় কোন দুয়াগুলো পড়তে হয়, আর এমতাবস্থায় কোন সময়ে কোন দুয়া পড়তে হয় তা দিলে মুনাসিব হবে মিন ফাদ্বলিক।জাযাকাল্লাহু খইর