আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
31 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আমার আব্বু মারা গিয়েছেন দেড়মাস। যেখানে কবর দেয়া হয়েছে সেখানে মাটি খুব নরম, এবং ঢালু জায়গা। প্রচন্ড বৃষ্টি  হলেই মাটি সরে যায় বা ডেবে যায়।  আমরা কিছু মাটি আবারও দিয়েছি চেষ্টা করেছি যেনো মাটি না সরে যায়৷ তারপর ও সরে যাবার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে উঁচু না করে কবরের চারদিকে পর পর সাজিয়ে  একটা একটা করে ইট দিয়ে ঘেরাও/ বাউন্ডারি  করা জায়েজ হবে কিনা?  যাতে মাটি সরে না যায়।

1 Answer

0 votes
by (668,070 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কবরের পাশে বৃক্ষরোপণ করা যদিও জায়েয,তথাপি নবী কারীম সাঃ এর নিয়মিত আমল এরকম না থাকার ধরুন বৃক্ষরোপণ না করাই শ্রেয় ও উত্তম।যেখানে বৃক্ষরোপণ না করাই উত্তম,সেখানে কবরের উপর পাকা করে ঘর বানানো কি করে  বৈধ হতে পারে? তবে বিশেষ প্রয়োজনে বাউন্ডারি করা যেতে পারে,যদি নিজস্ব জায়গা হয়।শরয়ী  প্রয়োজন ব্যতিত বাউন্ডারি করা সম্পূর্ণ নিষেধ(দেখুনঃমুফতী তাকী উসমানী রচিত দরসে তিরমিযি-১/২৮৫)
ঠিক তদ্রূপ বিশেষ প্রয়োজনে নাম লিখাটা অত্যাবশ্যকীয় হলে লিখার অনুমিত রয়েছে।না লিখাই উত্তম।
عَنْ جَابِرٍ قَالَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ القُبُورُ، وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا، وَأَنْ يُبْنَى عَلَيْهَا، وَأَنْ تُوطَأَ»:)ترمذى ج  ص359رقم الحديث1052(
তরজমা- নবী কারীম সাঃ নিষেধ করেছন, কবরকে চুনা দ্বারা সাদা করতে, এবং তার উপর লিখতে ও তার তার উপর কোনো কিছু নির্মাণ করতে এবং বিনা প্রয়োজনে তাকে পায়ের নিচে রেখে অতিক্রম করতে।
সুতরাং উক্ত হাদিসের উপর দৃষ্টি দিয়ে ফুকাহায়ে কেরামগন বলে থাকেন.........
কবরের উপর নাম লেখা মাকরুহ। এবং বাউন্ডারি ও মাকরুহ।বিশেষ প্রয়োজনে বিশেষ বিবেচনা হিসেবে ফুকাহায়ে কেরামগন বলেন,বিশেষ প্রয়োজনে নাম লেখা জায়েয আছে। (ইমদাদুল আহকাম১/১৮৮)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু মাটি সরে যাচ্ছে, তাই পাশে ইট বসাতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...