আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
134 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (51 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,

এই সাইটের একজনের প্রশ্নের ক্ষেত্রে দেখলাম সেখানে বলা হয়েছে যে, স্কুল কলেজে বিজ্ঞানে নাস্তিকতা, সাহিত্যের ক্ষেত্রে ব্যভিচার, গান বাজনা প্রমোট করা হচ্ছে।

আসলে ব্যাপার হল কলেজ লেভেলে প্রানীবিদ্যার এক অংশে ডারউইনীয় মতবাদ রয়েছে যা বানর থেকে মানুষ আসার কথা বলে, সাহিত্যের ক্ষেত্রে কিছু জায়গায় প্রেমের কথা আসছে সব ক্ষেত্রে না। আর এটা কোন স্কুল কলেজে নিজ ইচ্ছায় পড়ায় না। সরকার হতে সবার জন্য একই সিলেবাস দেয়া।

১. ইসলামের পরিপন্থী বিষয়গুলো বিশ্বাস করা ব্যতীত শুধু জানার জন্য পড়লে গুনাহ হবে কি? একই বই গুলো আলিয়া মাদ্রাসায়ো পঠিত হয়।

২. প্রায় সব স্কুল কলেজেই কিছু ক্লাব থাকে সেখানে সংস্কৃতি বলে গান বাজনা হয়। যেটা সবাই করে না। আর কোন অনুষ্ঠানে এমন হয়। সেক্ষেত্রে এই বিষয় গুলো ত এরিয়ে গেলেই হবে এতে কি প্রতিষ্ঠান এ পড়লে গুনাহ হবে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কারণে প্রায় সব প্রতিষ্ঠান একই।

৩. বাথরুমে যাওয়ার দোয়া পানি পানের দোয়া এগুলো মুখস্থ থাকে না তা না পড়লে কি গুনাহ হবে?

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সহশিক্ষা জায়েয না নাজায়েয? এ নিয়ে https://www.ifatwa.info/434 নং ফাতাওয়ায় আমরা বিস্তারিত বলেছি যে,
সুতরাং বর্তমানে জেনারেল শিক্ষার বিশেষ প্রয়োজন রয়েছে,
যেমন ইবনে আবেদীন শামী রাহ,কতটুকু জ্ঞানার্জন ফরযে কেফায়া শীর্ষক আলোচনা করতে যেয়ে এক পর্যায়ে  বলেনঃ
وَأَمَّا فَرْضُ الْكِفَايَةِ مِنْ الْعِلْمِ، فَهُوَ كُلُّ عِلْمٍ لَا يُسْتَغْنَى عَنْهُ فِي قِوَامِ أُمُورِ الدُّنْيَا كَالطِّبِّ وَالْحِسَابِ.........................إلي أن قال............................................................................... وَالْعِلْمِ بِأَعْمَارِهِمْ وَأُصُولِ الصِّنَاعَاتِ وَالْفِلَاحَةِ كَالْحِيَاكَةِ وَالسِّيَاسَةِ وَالْحِجَامَةِ.
ফরযে কেফায়া মূলক জ্ঞানার্জন হচ্ছে।
(কেফায়া মানে যা কিছুসংখ্যক মুসলমান আদায় করলে সবাই দায়মুক্ত হয়ে যায়)
ঐ সমস্ত জ্ঞান যা পৃথিবীতে জীবনাতিপাতের ভিত্তি যেমনঃচিকিৎসাবিজ্ঞান,হিসাববিজ্ঞান,............
এবং শিল্পবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, র্রাষ্টবিজ্ঞান,ও হেজমাত তথা তৎকালিন এক প্রকার চিকিৎসাবিজ্ঞান।
(দ্বীনের ফরয জ্ঞানার্জনের পর যা অর্জন করা কিছু সংখ্যক মুসলমানের উপর ফরয)
রদ্দুল মুহতার,১/৪২;

তাই বলা যায় মুসলিম দেশের মুসলিম সরকারের জন্য ওয়াজিব যে,অচিরেই পৃথক শিক্ষা ব্যবস্থা চালু করা।
প্রয়োজনে এ জন্য শান্তিপূর্ণ কর্মসূচী পালন করা সমস্ত মুসলমানের ঈমানী দায়িত্ব ও কর্তব্য।
কিন্তু যতদিন পর্যন্ত এই পৃথক শিক্ষা ব্যবস্থা চালু না হচ্ছে ,ততদিন প্রয়োজনের তাগিদে নিম্নোক্ত শর্তাদির সাথে কলেজ-ভার্সিটিতে শিক্ষা গ্রহণের পরামর্শ দেয়া যেতে পারে।

১/শিক্ষা অর্জন দেশ ও মুসলিম জাতীর খেদমতের উদ্দেশ্যে হতে হবে।
২/চোখকে সব সময় নিচু করে রাখতে হবে,প্রয়োজন ব্যতীত কোনো শিক্ষক/শিক্ষিকার দিকে তাকানো যাবে না।মহিলা/পুরুষ তথা অন্য লিঙ্গের  সহশিক্ষার্থীদের সাথে তো কোনো প্রকার সম্পর্ক রাখা যাবেই না।সর্বদা অন্য লিঙ্গর শিক্ষার্থী থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে।
ফাতাওয়া উসমানী ১/১৬০-১৭১;(শেষ)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
ইসলামের পরিপন্থী বিষয়গুলো বিশ্বাস করা ব্যতীত শুধু জানার জন্য এবং অন্তরে অবিশ্বাস রেখে শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য পড়লে গুনাহ হবে না, এবং জরুরতের কারণে ইহা মিথ্যা সাক্ষ্যর অন্তর্ভূক্ত হবে না।

(২) সংস্কৃতি বলে গান বাজনা  এড়িয়ে গেলেই হবে।

(৩)
বাথরুমে যাওয়ার দোয়া পানি পানের দোয়া  এগুলো সুন্নতে যায়েদা। তাই না পড়লে গোনাহ নেই। তবে অনেক সওয়াব থেকে মাহরুম হতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...