আসসালামু আলাইকুম।
বিবাহে ২ জন সাক্ষী থাকা জরুরী এটা জানি।
আমার প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ১ জন আলেম বলেছেন আমাদের দেশে বিয়েতে ৪ জন সাক্ষী থাকে। এরকম করলে নাকি বিয়ে বাতিল হয়?
আমার পরিচিত ১ জনের বিয়েতে কাবিন নামাতে উল্লেখ আছে যে, বিবাহের সাক্ষী ২ জন। পাশে উকিল নিয়োগের সাক্ষী লিখা আছে আরো ২ জন। মোট ৪ জন। তাহলে কি এই বিয়ে বাতিল? ওদের সম্পর্ক কি অবৈধ?
আর বিয়েতে উকিল নিয়োগের প্রথা যে আছে সেটাও নাকি হারাম? উকিল হতে হবে নিজের বাবা, ভাই। অর্থাৎ ওয়ালি যাকে বলা হয়। তবে আলাদা করে যে উকিল নিয়োগ করা হল তাতে কি বিয়ে বাতিল হল?
ওরা কি তবে ১২ বছর যাবত সংসার করছে তা অবৈধ?দয়াকরে উত্তর দিবেন। আর এই বিয়ে যদি বাতিল হয় তবে এর সমাধানও বলে দিবেন।