আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
16 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (15 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওস্তাদ
এক বোনের নিজস্ব কিছু সাদকা ফান্ড আছে। যার মাধ্যমে উনি বিপদগ্রস্তকে কর্জে হাসানা দিয়ে থাকেন। এই কর্জ দেবার যেসব খরচ যেমন কাগজ, প্রিন্ট, যাতায়াত খরচ, ব্যাংক খরচ ইত্যাদি  সেগুলো উনি এই ফান্ড থেকে এরেঞ্জ করেন এবং ঋণগ্রহীতাদের কাছ থেকে এই খরচ হিসেব করে নিয়ে ফান্ডে অ্যাডজাস্ট করে দেন।  না হলে ফান্ডের পরিমাণ কমে যায়।

১/ এটা করা কি ঠিক আছে?

২/ যদি ঠিক থেকে থাকে তাহলে দ্বিতীয় প্রশ্ন, উনি একজনকে ঋণ দেবার জন্য উনার বাসা যাত্রাবাড়ী থেকে শান্তিনগর ব্যাংকে যান। তো ব্যাংকের কাজে দেরি হওয়ায় অপেক্ষার সময়টুকু উনি সেখান থেকে সামান্য দূরত্ব বেইলি রোড রিকশা দিয়ে গিয়ে উনার বাবার জন্য পাঞ্জাবি কিনে আবার শান্তিনগর ব্যাংকে ফেরত আসে। এখন উনি বুঝতে পারছেন না সেদিনের যাত্রাবাড়ী থেকে শান্তিনগর, শান্তিনগর থেকে যাত্রাবাড়ী ভাড়া কি উনি ফান্ডের হিসাব করবেন, আর শান্তিনগর টু বেইলি রোড যাওয়া-আসার ভাড়াটুকু নিজের খরচ হিসাব করবেন? নাকি যেহেতু এখানে উনার বাবার পাঞ্জাবি কিনার ব্যাপার জড়িত এবং ঐদিন না কিনলেও অন্য দিন গিয়ে কিনতে হতো তাই পুরো যাতায়াত টাকাটা ওনার নিজের হিসাব থেকে যাবে?

এরকম পরিস্থিতি অনেক সময় উদ্ভব হয় তাই উনার জানতে চাওয়া।
জাযাকাল্লাহু খাইরন

1 Answer

0 votes
by (626,130 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 

 عَنْ أَبِي رَافِعٍ، مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ اسْتَسْلَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَكْرًا فَجَاءَتْهُ إِبِلٌ مِنَ الصَّدَقَةِ . قَالَ أَبُو رَافِعٍ فَأَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَقْضِيَ الرَّجُلَ بَكْرَهُ . فَقُلْتُ لاَ أَجِدُ فِي الإِبِلِ إِلاَّ جَمَلاً خِيَارًا رَبَاعِيًّا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعْطِهِ إِيَّاهُ فَإِنَّ خِيَارَ النَّاسِ أَحْسَنُهُمْ قَضَاءً "

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আযাদকৃত দাস আবূ রাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি উট ঋণ নিয়েছিলেন। অনন্তর তাঁর হাতে সাদাকার কিছু উট আসে। আবূ রাফি’ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাক্তির জওয়ান উটটি আদায় করে দিতে নির্দেশ দিলেন। আমি বললাম, এ গুলির মাঝে ছয় বছর বয়সী পছন্দনীয় উট ছাড়া তাকে আদায় করার মত আর কোন উট তো পাচ্ছি না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা-ই তাকে দিয়ে দাও। কেননা, সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি পরিশোধের ব্যাপারে উত্তম।

(মুসলিম ১৬০০, তিরমিযী ১৩১৮, নাসায়ী ৪৬১৭, আবূ দাউদ ৩৩৪৬, ইবনু মাজাহ ২২৮৫, আহমাদ ২৬৬৪০, মুওয়াত্তা মালেক ১৩৮৪, দারেমী ২৫৬৫।)
 [আল মাদানী প্রকাশনী]

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنِي عُتْبَةُ بْنُ حُمَيْدٍ الضَّبِّيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ الْهُنَائِيِّ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ الرَّجُلُ مِنَّا يُقْرِضُ أَخَاهُ الْمَالَ فَيُهْدِي لَهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أَقْرَضَ أَحَدُكُمْ قَرْضًا فَأَهْدَى لَهُ أَوْ حَمَلَهُ عَلَى الدَّابَّةِ فَلاَ يَرْكَبْهَا وَلاَ يَقْبَلْهُ إِلاَّ أَنْ يَكُونَ جَرَى بَيْنَهُ وَبَيْنَهُ قَبْلَ ذَلِكَ " .

ইহয়াহইয়া ইবনে আবূ ইসহাক আল-হানাঈ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনে মালেক (রাঃ) কে জিজ্ঞেস করলাম, আমাদের মধ্যে কেউ তার ভাইক মাল করয দেয়, অতঃপর করযদার তাকে উপঢৌকন দেয়। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ কোন জিনিস করয দেয়ার পর করযদার তাকে কিছু উপঢৌকন দিলে বা তার সওয়ারীতে আরোহণ করাতে চাইলে সে যেন তাতে আরোহণ না করে এবং উপঢৌকন গ্রহণ না করে। তবে তাদের মধ্যে আগে থেকেই এরূপ সৌজন্যমূলক বিনিময়ের প্রচলন থাকলে আপত্তি নেই।
(ইবনে মাজাহ ২৪৩২.ইরওয়া ১৪০০, মিশকাত ২৮৩১।)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
ঋণগ্রহীতা থেকে ব্যাংক বাবদ খরচ হয়ে যাওয়া টাকা নেয়া যাবে।
তবে ইহা বাদে প্রশ্নে উল্লেখিত খরচ গুলো নেয়া যাবেনা।

তবে ব্যাংকে যাতায়াত করতে যাতায়াত বাবদ যেই টাকা খরচ হয়েছে,এই টাকা যদি ঋণগ্রহীতা সন্তুষ্টি চিত্তে দিতে চায়,তাহলে ঋণদাতা তাহা নিতে পারবে।

অন্যথায় নয়।

আরো জানুনঃ- 

সদকার ফান্ড থেকে করজে হাসানাহ দিলে সেটা সদকার ফান্ড হয়না।
এটিকে ঋণফান্ড বা করজে হাসানাহ ফান্ড বলা যেতে পারে।

(০২)
তিনি যাতায়াত বাবদ কোনো টাকা না নিলে বেশি ভালো। 

তদুপরি তিনি যদি যাতায়াত বাবদ কিছু টাকা নিতে চান,সেক্ষেত্রে বিষয়টি তিনি ঋণগ্রহীতাকে জানাবেন।

এক্ষেত্রে এই টাকা যদি ঋণগ্রহীতা সন্তুষ্টি চিত্তে দিতে চায়,তাহলে ঋণদাতা তাহা নিতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...