বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
তাহাজ্জুদের প্রধান সময় রাতের শেষ প্রহর। শেষ প্রহর বলতে রাতের
শেষ তৃতীয়াংশ থেকে ফজর সালাতের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্তকে বোঝানো হয়েছে।
জাবির রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ
خَافَ أَنْ لَا يَقُومَ مِنْ آخِرِ اللَّيْلِ فَلْيُوتِرْ أَوَّلَهُ، وَمَنْ
طَمِعَ أَنْ يَقُومَ آخِرَهُ فَلْيُوتِرْ آخِرَ اللَّيْلِ، فَإِنَّ صَلَاةَ آخِرِ
اللَّيْلِ مَشْهُودَةٌ ، وَذَلِكَ أَفْضَلُ
যে ব্যক্তি শেষ রাতে উঠতে না পারার আশংকা করবে, সে যেন শুরু
রাতেই বিতির পড়ে নেয়। আর যে ব্যক্তি রাতের শেষ ভাগে উঠে (ইবাদত) করার লালসা রাখে, সে যেন রাতের
শেষ ভাগেই বিতির সমাধান করে। কারণ, রাতের শেষ ভাগের সালাতে ফেরেশতারা হাজির হন এবং এটিই উত্তম আমল।
সহীহ মুসলিম ৭৫৫
,
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
,
যদি তাহাজ্জুদের ওয়াক্ত সামান্য পরিমাণ অবশিষ্ট থাকা কালেও
আপনি উক্ত সালাত শুরু করে থাকেন তাহলে তা তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে। অন্যথায় নয়।
আর এটা ভুলবশত হওয়ার কারণে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ।