আস সালামু আলাইকুম হুজুর,
আমি বিবাহিত। বাবা মা আছে। আজকে দুপুরে (জুমার নামাজের আগে) আমার বাবা কারো বিয়ের কথা বলে, যে ঈদের আগে বা পরে বিয়ে। আমি ডিটেইল জিজ্ঞেস করি নি। ভাবছি আমাদের কোন আত্মীয় স্বজনের হয়তো বিয়ে। আজকে জুমার নামাজের পর আমার ফুফা ফুফু আমাদের বাড়িতে আসে। তখন আমার মনে ধারণা হয়, আমার ফুফুর ছেলের হয়তো বিয়ে। আমি রুমের মধ্যে বাবা মা নিয়ে বসা।
আমার ফুফু বৃহস্পতিবার বউ নেওয়ার কথা বলে (উনার হবু ছেলের বউ), এবং বলে শুক্রবার উনাদের বাড়িতে অনুষ্ঠান। আমি বুঝতে পারলাম বৃহস্পতিবার উনার ছেলের বউ নিয়ে যাবে। শুক্রবার উনার ছেলের বউ ভাত। এরি মধ্যে উনি আবার আমাকে বলছে বাড়ির সবাইকে নিয়ে, বউ নিয়ে যাইয়ো। মানে উনি আমার বউ, মা বাবা সহ বাড়ির সবাইকে নিয়ে দাওয়াত খেতে যাইতে বলছে।
এই দাওয়াত এর কথা আমার কানে আসছে, কিন্তু উনি যে বৃহস্পতিবার বউ নেওয়ার কথা বলছে আমি ওইটাই ভাবতেছি। পরে জিজ্ঞেস করলাম কার বউ, নিশাতের (আমার ফুফাতো ভাই বউ নাকি? আমার ফুফু বলে হ্যা? পরে আমি আবার জিজ্ঞেস করছি, নিশাত বিয়ে করতেছে? ফুফু বলে, হ্যা।
পরে আমার মনে চিন্তা আসতেছে, আমি যে জিজ্ঞাসা করলাম নিশাতে বউ নাকি? ঠিক তার আগে ফুফু হয়তো আমার বউ কে নিয়ে দাওয়াত খেতে যেতে বলছে। কিন্তু ফুফু বৃহস্পতিবার যে বউ নেওয়ার কথা বললো,সেই চিন্তা করেই জিজ্ঞাসা করেছি, কার বউ, নিশাতের বউ নাকি। ফুফি একথা বুঝেই হ্যা উত্তর দিয়েছে, আমি বুঝতে পারছি।
কিন্তু ফুফু যখন আমার বউ নিয়ে দাওয়াত খাওয়ার কথা বলেছে, তখন আমি যে ফুফুর আগের কথা (বৃহস্পতিবার বউ নেওয়ার কথা বললো) এই কথা ভেবে জিজ্ঞাসা করলাম, কার বউ, নিশাতের বউ নাকি?
এতে কি আমার বৈবাহিক কোন সমস্যা হবে?