ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সাময়িক বিয়ে বাতিল,যেমন কেউ কোনো মহিলাকে দু'জন সাক্ষীর উপস্থিতিতে দশ দিনের জন্য বিয়ে করল।ইমাম যুফার রাহ বলেন,এভাবে বিয়ে করলে বাতিল হবে না বরং সাধারণ বিয়ের মত লাযিম হয়ে যাবে।কেননা বিয়ে বাতিল শর্তসমূহর মাধ্যমে ফাসিদ হয় না।ইমাম যুফার রাহ ব্যতীত অন্যান্য হানাফি ফুকাহায়ে কেরাম মনে করেন,সে এখানে বিয়েকে উপভোগের অর্থে নিয়ে এসেছে।আর উকুদ তথা চুক্তিতে অর্থকেই ধর্তব্য হিসেবে ধরে নেয়া হয়।সময় কম হোক আর বেশী হোক উপভোগের অর্থ চলে আসলে সেই বিয়ে বাতিল বলে গণ্য হবে।আর এখানে সময়ের উল্লেখের ধরুণ উপভোগের অর্থা পাওয়া গিয়েছে।(হেদায়া-১/১৯০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8569
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) শুধু সহবাসের উদ্দেশ্যে কোনো পুরুষ যদি কোনো পতিতাকে বিয়ে করতে চায়, এতে বিবাহটিও বৈধ হবে না, সহবাসও বৈধ হবে না।
(২) পতিতার মনের মধ্যে তালাকের নিয়তে সহবাস ও বিয়ে থাকলে, এতেকরে বিয়ে অশুদ্ধ বা হারাম হবে না। কেননা তালাক স্বামীর হাতে থাকে। তাছাড়া স্বামীর নিয়তে সাময়িক বিবাহ হলে, সেটাও হারাম হিসেবে বিবেচিত হবে যদিও বাহ্যিকভাবে সাময়িক বা মূতা বিয়ের আলোচনা না থাকার কারণে সেটা অশুদ্ধ বিয়ে বলা যাবে না।অর্থাৎ বিয়ে শুদ্ধ হব, তবে এরকম নিয়ত রাখা গোনাহ হবে।