আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বর্ণনা করি-
প্রায় ১ বছর আগে এক ব্যক্তির সাথে প্রয়োজনীয় একটা টপিকে কথা হয়েছিল কিছুদিন। এরপর ১০-১১ মাস উক্ত ব্যক্তির সাথে আমার কোনোরকমের কথা হয়নি।(হয়ত ২-৩ দিনের মতো ১/২ শব্দে কথা হয়েছিল ক্লাসে)
সমস্যা হচ্ছে আমি ব্যক্তিকে প্রচুর স্বপ্নে দেখি। উনার বিয়ে থেকে শুরু করে উনার কীভাবে কী কথা হয়েছে,কোথা থেকে বিয়ে হয়েছে, সে কী করে, দেখতে কেমন, কীসে পড়ে কোথায় পড়ে,চোখ কেমন, ভয়েস কেমন, দাত কেমন, হাতের লিখা কেমন৷ পড়াশুনোয় কেমন থেকে শুরু করে অলমোস্ট এভরিথিং স্বপ্নে দেখি। স্বপ্নে যা দেখি বাস্তবে ঠিক তাই।
এমন না যে আমি উনাকে নিয়ে সারাক্ষণ ভাবি বা উনার সাথে কথা হয়।এরকম কোনো কিছুই না তবে ১ বছর আগে কিছুটা ভাবতাম।
বিষয়টা এখন এমন দাঁড়িয়েছে যে, যেদিন উক্ত ব্যক্তির নামটা যদি কোনো ভাবে আমার সামনে আসে বা আমার মনে পরে ঐদিনই উনাকে বেশি স্বপ্ন দেখি,উনি কি নিয়ে ভাবছে, কী করছে এমন। আবার এমন হয় যে স্বপ্নে দেখি, উনার মা আমাকে কোনো হাদিয়া দিয়েছে বা আমি উনাকে দিয়েছি। আবার দেখি আমাকে জরিয়ে ধরে আন্টি কাঁদছে, আমার সাথে কথা বলছে। বেশিরভাগ স্বপ্ন নরমাল দেখি, ব্যক্তি হাটছে বা ব্যক্তি কোন কালারের কী ড্রেস পড়বে এটাও দেখি, বাস্তবে দেখি সেই কালারের ড্রেস জুতা বা সেই একই গেটআপে বা দেখি ব্যক্তি পড়ছে বা নারমালি মানুষ যেরকম বিচরন করে সেরকমই। রহস্যজনক বা ভয়ংকর বা নেগেটিভ কিছু কখনই দেখি না
আমি যেকোনো বিষয়ে ইস্তিখারা করলেও উনাকে স্বপ্নে দেখি। মাঝে মধ্যে এমন হয় আমি ইস্তিখারার দুয়া পড়ি, তো যখন 'হাজাল আমর' পড়ি তখনই কোথা থেকে যেন তার নামটা মনে পরে।
এমন না যে উক্ত ব্যক্তিকে আমার পছন্দ বা আমার ভালো লাগে , বরং এসব ঘটনার জন্য খুব বিরক্ত আমি।
আমার আত্মসম্মানে খুব আঘাত লাগে। আমার গায়রতের সাথে এটা যায় না যে আমি নন মাহরামকে স্বপ্নে দেখব/দেখছি। আমি প্রায়ই ট্রমায় থাকি উস্তায। এমনটা তো কখনও আমার সাথে হওয়ার কথা ছিল না। আমি যখন আত্মসমালোচনা করি তখন আমার বেচে থাকাটাই যেন প্রশ্নবিদ্ধ! আমার করনীয় কী বলবেন প্লিজ উস্তায।
আমি খুবই ক্লান্ত উস্তায। আমি এর থেকে কিভাবে মুক্তি পাব? এমনটা কেন হচ্ছে আমার সাথে? এটা কী জ্বীনঘটিত কোনো কারণ? স্পেসেফিক কোনো আমল আছে কী এর থেকে মুক্তি পাওয়ার জন্য?
বি.দ্র. আমার জ্বীনঘটিত কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ