পবিত্রকরণ এর দিক দিয়ে নাজাসত আবার দুই প্রকারঃ যথা-
- দৃশ্যমান নাজাসত
- অদৃশ্যমান নাজাসত
- দৃশ্যমান নাজাসতের বিধানঃ কাপড়ে প্রথম প্রকার তথা দৃশ্যমান নাজাসত লাগলে সেই নাজাসতকে দূর করে দিলেই কাপড় পবিত্র হয়ে যাবে।এক্ষেত্রে নাজাসত দূর করতে ধৌত করার কোনো পরিমাণ নেই।যতবার ধৌত করলে নাজাসত দূর হবে ততবারই ধৌত করতে হবে।যদি একবার ধৌত করলে তা চলে যায় তবে একবারই ধৌত করতে হবে।
- অদৃশ্যমান নাজাসতের বিধানঃ কাপড়ে দ্বিতীয় প্রকার তথা অদৃশ্যমান নাজাসত লাগলে, কাপড়কে তিনবার ধৌত করে তিনবারই নিংড়াতে হতে।এবং শেষ বার একটু শক্তভাবে নিংড়ানো হবে যাতে করে পরবর্তীতে আর কোনো পানি বাহির না হয়।(ফাতাওয়ায়ে হাক্কানিয়া;২/৫৭৪জা'মেউল ফাতাওয়া;৫/১৬৭)
আরো জানুনঃ-
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
কাপড়ে অদৃশ্যমান নাপাকি লাগলে তিন বার ধৌত করতে হবে।এবং প্রত্যেকবার নিংড়াতে হবে।
কাপড়ে দৃশ্যমান নাপাকি লাগলে সেই নাপাকিকে দূর করে দিলেই কাপড় পবিত্র হয়ে যাবে।
এক্ষেত্রে নাপাকি দূর করতে ধৌত করার কোনো পরিমাণ নেই।
যতবার ধৌত করলে নাপাকি দূর হবে ততবারই ধৌত করতে হবে।যদি একবার ধৌত করলে তা চলে যায় তবে একবারই ধৌত করতে হবে।
(০২)
প্রত্যেকবার নিংড়ানো আবশ্যক।
আরো জানুনঃ-
(০৩)
নাপাক কাপড় যদি পুকুরের পানিতে এত বেশি করে ধোয়া হয়, যাতে নাপাকি দূর হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয়ে যায় তাহলে তা পাক হয়ে যায়। এক্ষেত্রে তিনবার নিংড়িয়ে ধোয়া জরুরি নয়।
(০৪)
হ্যাঁ, তিন বার ধৌত করতে হবে।এবং প্রত্যেকবার নিংড়াতে হবে।
(০৫)
এক্ষেত্রে তো সেই কাপড় নাপাক হয়নি।
তাই তাহা পাক করারও আবশ্যকীয়তা নেই।
(০৬)
বিছানায় ভেজা কোনো চিহ্ন দৃশ্যমান হলে বিছানা নাপাক হবে।
অন্যথায় বিছানা পাক থাকবে।