আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
59 views
in পবিত্রতা (Purity) by (5 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি জব করি। অফিসে ওজু করার সময় মাঝে মাঝে হিজাবের ভিতর দিয়ে হাত দিয়ে ভিতরে মাথা মাসেহ করার চেষ্টা করি এবং ঘাড়ে ও কানে হিজাবের ভিতর দিয়ে মাসেহ করি

এখন আমি কি হিজাবের উপর দিয়ে মাথা মাসেহ করলে সেটা সঠিক হবে?
বা কিভাবে মাসেহ করলে সঠিকভাবে করা হবে দয়া করে জানাবেন

1 Answer

0 votes
by (75,360 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

ফিকহে হানাফী সহ জমহুর (সংখ্যাগরিষ্ট) উলামাদের মতে; মাথার ওপর মাসেহ না করে পাগড়ি, টুপি কিংবা হিজাবের ওপর মাসেহ করা জায়েজ নেই। অনুরূপ হাত মোজার ওপরও মাসেহ করা জায়েজ নেই।

ক. মুগীরা (রাঃ) থেকে বর্ণিত। রাবী বাকর বলেন, আমি মুগীরা (রাঃ) এর পূত্র থেকে শুনেছি যে,

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ فَمَسَحَ بِنَاصِيَتِهِ وَعَلَى الْخُفَّيْنِ.

রাসুলুল্লাহ সা. একদা অযু করলেন। অত:পর মাথার সম্মুখ ভাগ এবং উভয় মোজার ওপর মাসেহ করলেন।” সহীহ বুখারী, হাদীস নং-৫২৯

 

খ. আবূ উবাইদা ইবনু মুহাম্মাদ ইবনু ‘আম্মার ইবনু ইয়াসার (রহ:) থেকে বর্ণিত তিনি বলেন, আমি জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) কে মোজার উপর মাসেহ সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন

فقالَ: السُّنَّةُ يا ابنَ أخي. [قالَ]: وسألتُه عنِ المسحِ على العِمامةِ؟ فقالَ: أمِسَّ الشَّعرَ الماءَ

হে ভাতিজা! এটা সুন্নাত। আমি আবার তাঁকে পাগড়ীর উপর মাসেহ করা সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন, (মাথার) চুলে পানি স্পর্শ করাও।” তিরমীযী, হাদীস নং-১০২

,

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!

,

আপনি হিজাবের নিচ দিয়ে হাত ঢুকিয়ে সরাসরি মাথার উপর মাসেহ করবেন। অর্থাৎ (মাথার) চুলে পানি স্পর্শ করাতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...