ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
ফিকহে হানাফী সহ জমহুর (সংখ্যাগরিষ্ট)
উলামাদের মতে; মাথার ওপর মাসেহ না করে পাগড়ি, টুপি কিংবা হিজাবের
ওপর মাসেহ করা জায়েজ নেই। অনুরূপ হাত মোজার ওপরও মাসেহ করা জায়েজ নেই।
ক. মুগীরা (রাঃ) থেকে বর্ণিত। রাবী
বাকর বলেন, আমি মুগীরা (রাঃ) এর পূত্র থেকে শুনেছি যে,
أَنَّ
النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ فَمَسَحَ بِنَاصِيَتِهِ وَعَلَى
الْخُفَّيْنِ.
রাসুলুল্লাহ সা. একদা অযু করলেন।
অত:পর মাথার সম্মুখ ভাগ এবং উভয় মোজার ওপর মাসেহ করলেন।” সহীহ বুখারী, হাদীস নং-৫২৯
খ. আবূ উবাইদা ইবনু মুহাম্মাদ ইবনু
‘আম্মার ইবনু ইয়াসার (রহ:) থেকে বর্ণিত তিনি বলেন, আমি জাবির ইবনু আবদুল্লাহ
(রাঃ) কে মোজার উপর মাসেহ সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন,
فقالَ:
السُّنَّةُ يا ابنَ أخي. [قالَ]: وسألتُه عنِ المسحِ على العِمامةِ؟ فقالَ: أمِسَّ
الشَّعرَ الماءَ
হে ভাতিজা! এটা সুন্নাত। আমি আবার
তাঁকে পাগড়ীর উপর মাসেহ করা সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন, (মাথার) চুলে
পানি স্পর্শ করাও।” তিরমীযী,
হাদীস নং-১০২
,
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী বোন!
,
আপনি হিজাবের নিচ দিয়ে হাত ঢুকিয়ে সরাসরি মাথার উপর মাসেহ করবেন।
অর্থাৎ (মাথার) চুলে পানি স্পর্শ করাতে হবে।