আসসালামু আলাইকুম।
আমি জেএসসি পরীক্ষার সময় অন্যের খাতা দেখে লিখেছিলাম। তো এর জন্য আমার বৃত্তি আসে। সে বৃত্তির টাকাটা আমার জন্য হারাম, সেটা বুঝতাম, কিন্তু সেভাবে গুরুত্ব দেইনি। তো সে বৃত্তির টাকা দিয়ে আমি কুশিকাঁটার কাজ সহ বিভিন্ন ধরণের হাতের কাজ করা শিখেছি ( কাজ শিখতে যা যা লাগে, সব ওই টাকা দিয়েই কেনা )। এখন আমি অনলাইনে ব্যবসা শুরু করতে চাচ্ছি আমার হাতের কাজের। কিন্তু আমার জন্য কী এটা জায়েজ হবে? যেহেতু মূল কাজটা শিখেছিই হারাম টাকা দিয়ে।
যদি জায়েজ না হয়ে থাকে, তবে কী উপায়ে আমি এই ব্যবসা শুরু করতে পারি?