মা তার ছেলের উপর ক্ষোভ অনেক। মা অনেক উৎবাং কান্ড করে হিট লাগায় কথা বললে যেগুলোর কারণে ছেলের ও মেজেজ খারাপ হয় , সে ও বলে রাগ করে করে কথা । মা অনেক আগের কথাও মনে রেখে দিসে ছেলের যা যা কথা তার খারাপ লাগসে ,ছেলেকে খারাপ মনে করে অনেক । ছেলের বউকে এগুলো বুঝায়। এমনকি ছেলের বউয়ের সাথেও অনেক ঝামেলা করছিল আগে লেনাদেনা নিয়ে , তখন বলেছিল বউ ছেলেকে হাত করছে, ছেলে বউয়ের সাইড নিয়ে কথা বলছিল । এখন ছেলের বউ আলাদা । এখন ছেলের বউকে বুঝায় তার ছেলে খারাপ, খারাপ ব্যবহার করছে ‌। ছেলে ভালো রাখতে চায় কিন্তু উনি কিছুদিন পর পর এমন করতে করতে নিজেই ছেলেকে নিজের থেকে দূরে করে দিসে ‌।বউ তো জানে কি কি কারণে খারাপ ব্যবহারটা আসছে ‌।বউয়ের তার হাসবেন্ড নিয়ে এগুলো শুনতে ভালো লাগে না তাও শুনতে হয় । বদদোয়ার মত অনেক কথা বলে জানিনা এগুলো বদদোয়া হবে কিনা । ছেলেটা যেন অনেক খারাপ এমন বুঝায়।
ছেলে দূরে থাকে এখন ছেলের কি করণীয়?
বউয়ের কি করণীয়? মার সাথে ঠিক হলেও উনি আবার এমন কিছু বলতে বা করতে পারে হেসে হেসে হোক বা রাগ করে । তখন কি করণীয়?