আসসালামু আলাইকুম।
১. আমি অবিবাহিত। বিয়ে নিয়ে অনেক সমস্যা,পেরেশানির মধ্য দিয়ে যাচ্ছি।আমি এই পেরেশানি থেকে মুক্তির নিয়তে এবং আরও অন্য ২ টা সমস্যা থেকে মুক্তির নিয়তে অনবরত দিন রাত দুয়া ইউনুস পাঠ করছিলাম।বিয়ে ছাড়া,বাকী ২ টা সমস্যা সমাধান হয়েও যায় আলহামদুলিল্লাহ।
কিন্তু বিয়ে নিয়ে আমি একটা স্বপ্ন দেখি,যেদিন দেখি ওইদিন রাতে বিয়ে নিয়ে আমার কোনো ভাবনা ছিলনা,অন্য সমস্যা নিয়ে ভাবছিলাম। আমি স্বপ্ন দেখি যে আমি ঘুমাচ্ছি আর আমার বোন আমাকে ডাকছে ওঠার জন্য,বাইরের পরিবেশ খুব সুন্দর স্নিগ্ধ, সকালের সূর্য যেমন থাকে তেমন আলো। আমি স্বপ্নে আমাকে নতুন বিবাহিত অবস্থায় দেখেছি,আমার চেহারায় অনেক প্রশান্তি এবং আমার বোনেরও।আমি ঘুম থেকে ওঠে বসি,আমার বোন আমাকে আমার যে এখন নতুন দায়িত্ব নিতে হবে সেটা বলছে,দায়িত্বটা আমার জন্য কিছুটা চাপ হলেও আমি খুব খুশি এবং আমি তখন একজন মানুষের কথা ভাবছিলাম যার সাথে আমার বিয়ে হয়েছে।স্বপ্নটা খুবই স্পষ্ট ছিল।
এ স্বপ্নের ব্যাখা জানতে চাচ্ছি?
২. রোযা অবস্থায় দোয়া কবুলের কথা যে বলা হয়েছে,নফল রোযাদারও কী অন্তর্ভুক্ত হবে?
৩.শুধু ইফতারের আগে নাকি রোযা অবস্থায় সারাদিন দোয়া কবুল হবে?