১. পালক পুত্র/কন্যা ওয়ারিস হিসেবে সম্পত্তির কোন ভাগ পাবে কি?
২. আমার মামার এনআইডি এবং সার্টিফিকেটে পালক বাবা/মায়ের নাম আছে, মামার বয়স ৬০ বছর। নানাও ইন্তেকাল করেছেন প্রায় ১৫ বছর আগে। সেক্ষেত্রে এখন কি পালক বাবার নাম পরিবর্তন করতে হবে? যেহেতু পূর্বে এ ব্যাপারে সঠিক মাস'আলা জানা ছিলোনা। তাই পালক বাবার নামই লেখা ছিলো। শেষ বয়সে এসে পালক বাবার নাম পরিবর্তন না করলে কি আমার মৃত নানা গুনাহগার হবেন?
৩. পালক বাবা/মকে কি বাবা/মা বলে ডাকা যাবে?