//সজিদটি যদি মসজিদে কবীর হয়,বা মসজিদের ভিতরকার জামাত থেকে বাহিরের জামাতের দূরত্ব দুই কাতারের অধিক হয়, কিংবা ইমামের রুকু সেজদা অনুভব করা না যায়, তাহলে এমতাবস্থায় ইকতেদা বিশুদ্ধ হবে না।অন্যথায় ইকতেদা বিশুদ্ধ হবে।//
শাইখ আমাদের এখানে ভিতর থেকে বাহিরের কাতারের দূরত্ব ৮ কাতার এর মতো কিন্তু ইমামের রুকু সিজদা সব অনুভব করা যায় ,শোনা যায় ।।এখন এভাবে বাহিরে সালাত পড়লে কি সালাত বিশুদ্ধ হবে?