আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন
১) কেউ পায়ের উপর বালিশ রেখে তার উপর যদি কোরআন শরীফ রেখে পড়ে তাহলে কি গুনাহ হবে? আমরা সালাতের সময় শেষ বৈঠকে যেভাবে বসি সেভাবে নয়।
২) আমি একটি নখকাটনি কিনেছিলাম যেটাতে মসজিদের ছবি আছে যা কিনার সময় হয়তো ওভাবে দেখা হয়নি বা গুরুত্ব দেওয়া হয়নি। এখন এই নখ কাটনি দিয়ে হাত পায়ের নখ কাটা যাবে? কোন গুনাহ হবে?
৩) একটি গেঞ্জিতে ইংরেজিতে লেখা আছে যার বাংলা অর্থ এমন। তবে সেখানে একটু প্রিন্টিং মিসটেক ছিল ইংরেজি লেখায়। লেখাটিঃ প্রতিটি মানুষই চাঁদ এবং প্রত্যেকটি চাদেরই একটি কালো দিক আছে। এধরণের গেন্জি পড়লে আকিদাজনিত কোন সমস্যা হবে বা কোন গুনাহ হবে?
৪) একটি ওয়াক্তের সালাতের বিভিন্ন রাকাতের মধ্যে যদি কেউ মোবাইল চালায় বা অন্য কোন কাজ করে তাহলে কি তার গুনাহ হবে ? এখানে কাজগুলো জরুরি নয়।
জাযাকাল্লাহু খাইরান