আমার মা কুকুরের কামড় খেয়েছে। বাসা থেকে বের হয়ে সোজা ফুটপাথ দিয়ে সামনে যাচ্ছিল। যখন বামে ঘুরবে রাস্তার শেষ মাথায় সেখানে ছোট কয়েকটা গাছ ছিল যার কারণে গাছের ওপারের/ রাস্তার ওপারের কিছু দেখা যায় না। হঠাৎ করেই একটা কুকুর এসে ডেকে উঠে ঝাঁপিয়ে পড়ে আমার মায়ের উপর এবং কামড় দেয় তার উরুতে। আমার আম্মু ভয়ে চিৎকার দিয়ে মাটিতে পরে যায় এবং হাতে, পায়ে, কোমড়ে আঘাত পায়। যদিও কুকুরের মালিক কুকুরটাকে দড়ির মাধ্যমে হাতে ধরে রেখেছিল এবং পরে কামড়ানোর পরে সাথে সাথেই আরও ভাল করে ধরে রাখে। এখানে প্রতিটি প্রদেশে আইন আছে যে কুকুর যদি কোন মানুষকে কামড়ায় তবে তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে যদিও বা চিকিৎসা খরচ ফ্রী হয়। তবে তার কারণে তাকে মামলা দিতে হবে প্রমাণ সহ এবং যদি মামলা জিতে যায় তাহলে হয় কুকুরের ইনস্যুরেন্স কোম্পানি হতে অথবা কুকুরের মালিক তার নিজে থেকে জরিমানা দেবে।আমার আম্মুর ইনস‍ু‍্যরেন্স থেকে চিকিৎসা সম্পূর্ণ ফ্রি হলেও কী কুকুরের মালিক হতে চিকিৎসা খরচ আদায় করা জায়েজ হবে?