আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
72 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (42 points)
আমার মা কুকুরের কামড় খেয়েছে। বাসা থেকে বের হয়ে সোজা ফুটপাথ দিয়ে সামনে যাচ্ছিল। যখন বামে ঘুরবে রাস্তার শেষ মাথায় সেখানে ছোট কয়েকটা গাছ ছিল যার কারণে গাছের ওপারের/ রাস্তার ওপারের কিছু দেখা যায় না। হঠাৎ করেই একটা কুকুর এসে ডেকে উঠে ঝাঁপিয়ে পড়ে আমার মায়ের উপর এবং কামড় দেয় তার উরুতে। আমার আম্মু ভয়ে চিৎকার দিয়ে মাটিতে পরে যায় এবং হাতে, পায়ে, কোমড়ে আঘাত পায়। যদিও কুকুরের মালিক কুকুরটাকে দড়ির মাধ্যমে হাতে ধরে রেখেছিল এবং পরে কামড়ানোর পরে সাথে সাথেই আরও ভাল করে ধরে রাখে। এখানে প্রতিটি প্রদেশে আইন আছে যে কুকুর যদি কোন মানুষকে কামড়ায় তবে তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে যদিও বা চিকিৎসা খরচ ফ্রী হয়। তবে তার কারণে তাকে মামলা দিতে হবে প্রমাণ সহ এবং যদি মামলা জিতে যায় তাহলে হয় কুকুরের ইনস্যুরেন্স কোম্পানি হতে অথবা কুকুরের মালিক তার নিজে থেকে জরিমানা দেবে।আমার আম্মুর ইনস‍ু‍্যরেন্স থেকে চিকিৎসা সম্পূর্ণ ফ্রি হলেও কী কুকুরের মালিক হতে চিকিৎসা খরচ আদায় করা জায়েজ হবে?

1 Answer

0 votes
by (620,460 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

বুখারী শরীফে এসেছেঃ- 

 العجماء جبار وقال ابن سيرين كانوا لا يضمنون من النفحة ويضمنون من رد العنان وقال حماد لا تضمن النفحة إلا أن ينخس إنسان الدابة وقال شريح لا تضمن ما عاقبت أن يضربها فتضرب برجلها وقال الحكم وحماد إذا ساق المكاري حمارا عليه امرأة فتخر لا شيء عليه وقال الشعبي إذا ساق دابة فأتعبها فهو ضامن لما أصابت وإن كان خلفها مترسلا لم يضمن

পরিচ্ছেদঃ ২৮৯৪. পশু আহত করলে তাতে কোন ক্ষতিপূরন নেই। ইবনু সীরীন (রহঃ) বলেন, তাদের সময়ে পশুর লাথির আঘাতের ক্ষেত্রে ক্ষতিপূরন প্রদানের ফায়সালা দিতেন না এবং লাগাম টানার দরুন কোন ক্ষতি সাধিত হলে ক্ষতিপূরনের ফায়সালা দিতেন। হাম্মাদ (র) বলেন, লাথির আঘাতের দরুন দায়ী করা যাবে না। তবে যদি কোন ব্যক্তি পশুটিকে খোঁচা মারে। শুরায়হ (রহঃ) বলেন, প্রতিশোধমূলক আঘাতের দরুন পশুকে দায়ী করা যাবে না। যেমন কেউ কোন পশুকে আঘাত করল, তখন পশুটিও তাকে পা দিয়ে আঘাত করল। হাকাম (র) ও হাম্মাদ (র) বলেন যদি ভাড়াটিয়া ব্যক্তি গাধাকে হাঁকিয়ে নেয়, যে গাধার উপর কোন মহিলা বসা থাকে আর মহিলাটি গাধা থেকে পড়ে যায়, তাহলে তার উপর কিছু বর্তিবে না। শা’বী (র) বলেন, যদি কেউ কোন পশু চালায় এবং তাকে ক্লান্ত করে ফেলে, তাহলে তার উপর ক্ষতিপূরণ বর্তিবে। আর যদি ধীরে ধীরে চালায় তাহলে বর্তিবে না।

হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْعَجْمَاءُ عَقْلُهَا جُبَارٌ، وَالْبِئْرُ جُبَارٌ، وَالْمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الْخُمُسُ "

মুসলিম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেনঃ পশু আহত করলে, খনি বা কূপে পতিত হয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাতে কোন ক্ষতিপূরন নেই। গুপ্তধনের এক-পঞ্চমাংশ দেওয়া ওয়াজিব।
(বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৬৪৪৫, আন্তর্জাতিক নাম্বারঃ ৬৯১৩)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যেহেতু চিকিৎসা সম্পূর্ণ ফ্রি,সুতরাং এক্ষেত্রে কুকুরের মালিক হতে চিকিৎসা খরচ আদায় করা উচিত হবেনা।

হ্যাঁ যদি চিকিৎসা বাবদ আপনার আম্মুর খরচ হয়, সেক্ষেত্রে তিনি কুকুরের মালিক হতে চিকিৎসা খরচ আদায় করতে পারেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...