আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ মোহতারাম। আমার বান্ধবীর হয়ে প্রশ্নটা করছি। নিচে ওর বক্তব্যটা তুলে ধরছি। দয়া করে উত্তর দিলে মুনাসিব হবে।ও খুব পেরেশানিতে আছে।
আমার হাসবেন্ড এর সাথে প্রায় মনোমালিন্য চলে,,আর ঝগড়া হলেই তালাকের কথা আসে,,কিন্তু কেউ কাউকে তালাক দেয়নি,,
কিন্তু একদিন সন্ধ্যায়,,হাসবেন্ড অন্য একটা মেয়ের সাথে মেসেনজারে চাটিং করাই আমি রেগে যাই অনেক,,এবং তাকে কল দিয়ে বলি যে সে যেন তালাক দেয়,,হাসবেন্ড বলে যে তোমাকে তালাকের অধিকার দিয়ে রেখেছে,,আর লাগবে না,,নিজে নিয়ে নাও,,( উল্লেখ্য যে কাবিননামার ১৮ নং এ হ্যা দেওয়া আছে,কিন্তু কেউ আমাদের অজান্তেই দিয়ে ছিলো।ও এবং আমি কেউই জানতাম না।বিয়ের পর জেনেছি)
কিন্তু আমি বলি যে না তুমি মুখে দাও,,
এক পর্যায়ে হাসবেন্ড বলে যাও অনুমতি দিলাম ভাগো,,এটা ফোনে বলে,,( এখন ওনি বলছে ওনার না কি তালাকের নিয়ত ছিলো না)
তারপর আমি ফোন কেটে দিয়ে হোয়াটসঅ্যাপ এ লিখি যে যেহেতু তুমি অনুমতি দিয়েছো তাই আমি তালাক গ্রহন করলাম,এটা ৩ বার লিখি,,তারপর হাসবেন্ড বলছে যে ওকে।
এটাতে কি তালাক হয়ে গেছে?