আমি এখন যেখানে পড়ি ওখানে একজন উস্তায সম্পর্কে একটা বিষয় জানা যায়(যেটা আমার সাথে সম্পর্কি ত)যেটা গায়রতে লাগার মতো ইস্যু।
শরীয়তের দৃষ্টিকোন থেকে ব্যাপারটা খারাপ ছিলো, হারামের লেভেলের ছিলো ( ইস্যুটা বুঝানোর জন্য বলছি)।
এখন ওই উস্তাদ মাঝে মধ্যে দারস নেয়, আবার এই উস্তাদ এর লিখা কিতাব মেইনলি পড়ানো হচ্ছে। আর বেশি ক্লাস নেয় আরেকজন উস্তাদ ওনার সম্পর্কে কোনো খারাপ কিছু জানা যায়নি।
এখন আমি কি এখান থেকে ইলম অর্জন করবো নাকি অন্য কোথাও মুভ করবো।
আর আমার অন্য বোনদেরকে আমি এ বিষয়ে কীভাবে সাবধান করতে পারি,,যেহেতু এই ঘটনা সামান্য কেউ জানে৷ বোনদের কেউ এ বিষয়ে ধারনা নেই,,, কিন্তু এই বিষয়টি নিয়ে সবার সতর্ক হওয়া উচিত,,,
এক্ষেত্রে আমার কি করা উচিত?