আসসালামু আলাইকুম জনাব, আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমি প্রডাক্ট,মডেলদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে উপার্জন করি, এক্ষেত্রে আমার উপার্জন পন্থা হালাল না হারাম? মডেলের ছবিতে যদি স্টিকার মেরে কাজ করি তাহলে কি জায়িয হবে? অনেক সময় অনেক কোম্পানির লোগো মডিফাই বা নতুন করে বানিয়ে দিতে হয় আমার প্রশ্ন হল কোম্পানিগুলো যদি হারাম করে থাকে তাহলে কি তাদের কোম্পানির লোগোর কাজ করাটা কি বৈধ হবে? আর যদি আমার অজানা থাকে কোম্পানি হালাল কাজ করছে না হারাম তাহলে তার হুকুম কি? অনেক সময় প্রডাক্টের সৌন্দর্যবৃদ্ধি করার জন্য এডিট করে দিতে হয় এটা করে দেওয়া দুরস্ত হবে কিনা? প্রডাক্ট না হয়ে মডেল হলে কি হুকুম? অনেক সময় ফ্লায়ার (পোষ্টার) বানিয়ে দিতে হয় এবং ক্লায়েন্ট কিছু ছবি দিয়ে দেয় বা আমাকে ছবি দিয়ে দিতে অর্ডার করে তখন আমার করনীয় কি? এবং এই কাজগুলো রিফিউজ করলে মার্কেটপ্লেস থেকে উপার্জন করাটা অনেক কষ্ট হয়ে যাবে এবং ক্লায়েন্ট শুন্য হয়ে যাওয়ার আশংকা আছে সেক্ষেত্রে করনীয় কি?
(অনেকগুলো প্রশ্ন একসাথে হয়ে গেছে সেইজন্য দুঃখিত ভুল মার্জনীয়)