আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমার পরিচিত এক ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন। তার মাথায় বাবরি চুল রয়েছে। অনেক সময় চুল এলোমেলো হয়ে যায়। আবার এখন প্রচন্ড গরম পরছে। তাই তিনি চাচ্ছিলেন যে, পুরুষদের জন্য তারের এক ধরনের বিশেষ ক্লিপ পাওয়া যায়। যার মাধ্যমে ছেলেরা তাদের বাবরি চুল আটকিয়ে রাখে। ফলে বাবরি চুল এলোমেলো হয় না। এখন আমার প্রশ্ন হল এই তারের ক্লিপ পুরুষের জন্য ব্যবহার করা জায়েজ আছে কি না?
উল্লেখ্য যে, এটা সাময়িক সময়ের জন্য ব্যবহার করবে। তাও আবার নিজের বাসায়। বাইরে বা লোকালয়ে নয়। অর্থাৎ নিজের পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ তাকে এই অবস্থায় দেখবে না।