আমি adobe stock এ বিভিন্ন image sell করে income করতে চাচ্ছি। কিন্তু সেখানে account খোলার জন্য 18 বছর বয়স হতে হবে। কিন্তু আমার বয়স 17 বছর । এখন আমি যদি account খোলার সময় আমার আব্বু/আম্মুর নাম এবং জম্ন তারিখ ব্যবহার করি । আর সে account আমি নিজে ব্যবহার করি । তাহলে তা থেকে হালাল image sell করে উপার্জন করা টাকা কি আমার জন্য নেয়া জায়েজ হবে ।