আমার পুরাতন একজন ক্লায়েন্ট আছে। বিভিন্ন কাজ করেছি উনার। একটু আগে ফোন করে মদের ওয়েবসাইটের কথা বল্ল।
কাজের ধরন এমন যে -
১) মদের ওয়েবসাইটে ভুয়া অর্ডার আসছে, এইটা ঠিক করে দেয়া
২) এক সার্ভার থেকে আরেক সার্ভারে সাইট সরিয়ে নিয়ে যাওয়া
এখন এ ধরনের কাজ করবো না বলে দিয়েছি।
এই কাজের জন্য কোন অমুসলিম কে রেফার করা যাবে? কোন প্রয়োজনে যদি সাহায্য চায়, কিভাবে করবে, সেক্ষেত্রে বলে দেয়া কি যায়েজ হবে? এ ধরনের অন্যান্য কাজের ব্যাপারে জানালেও উপকৃত হতাম।
জাঝাকাল্লাহু খয়রন