আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
আমার পরিচিত একজন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে রেজিস্ট্রেশন এখন করতে পারবে নাহ ফ্যামিলিগত কারণে৷ তাই কাজীর কাছে না গিয়ে ২ জন মহিলা এবং একজন পুরুষ সাক্ষীর উপস্থিতিতে একজন কাজীর ভূমিকায় দোয়া,বিয়ের কালিমা, নিয়মকানুন পালন করবে৷ হারাম থেকে বাঁচতে বিয়ে করতে চাচ্ছে তারা,ফ্যামিলির কাউকে জানাবে নাহ, পরবর্তী সময় পাত্র জব পেলে বাসায় জানাবে। এখব জানানো সম্ভব নয় মোহর নির্ধারণ করা হবে৷ কাজী হিসেবে বিয়ে পড়াবে একজন মহিলা৷
এভাবে বিয়ে কি সহীহ হবে?