বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَمِعْتُ رَسُول اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا زَكَاةَ فِي مَالٍ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ»
হযরত আয়েশা রা থেকে বর্ণিতঃনবী কারীম সাঃ বলেনঃ-সম্পত্তিতে কোনো যাকাত নেই যতক্ষণ না এক বৎসর পূর্ণ হবে। (সুনানে ইবনে মাজা-১৭৯২)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
নেসাব পরিমাণ মালের মালিক হওযার পর চন্দ্রবর্ষ পূর্ণ হলেই কেবল যাকাত ফরয হয়ে থাকে।সুতরাং যেদিন থেকে কেউ নেসাব পরিমাণ মালের মালিক হবে, চন্দ্রবর্ষ হিসেবে ঠিক তার একবৎসর পর ঐ ব্যক্তির উপর যাকাত ফরয হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1932
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১ ভড়ি =১৬ আনা স্বর্ণের মূল্য ১,৭৪,৯৪৭
১ আনা স্বর্ণের মূল্য ১০,৯৩৪.২৫
১৯ আনা স্বর্ণের মূল্য ২০৭,৭৫০.৭৫
যেহেতু বিক্রয় মূল্যর উপর যাকাত আসে, তাই ২০% কম ধরলে, ১,৬৬,২০০.৬ টাকা হবে। এবং নগদ টাকা ৭৫০০ টাকা। সর্বমোট যাকাত আসবে ৪৩৪২ টাকা।
একসাথে বা ভেঙ্গে ভেঙ্গে যাকাত দেয়া যাবে।