ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আমানতের জিনিষ হারিয়ে গেলে জামানত আসে না। হ্যা, অসতর্কতামূলক হারিয়ে গেলে তখন ক্ষতিপূরণ দিতে হবে। প্রশ্নের বিবরণমতে ক্ষতিপূরণ দিতে হবে না।
(২) যেহেতু বাচ্চা মালিক, তাই মা চেইন পরিধান করতে পারবে না।
(৩)
বাচ্ছার অব্যবহৃত পুরাতন কাপড় অন্য কোনো বাচ্ছাকে দেয়া যাবে না।
جواب نمبر: 21948
کپڑا بنواکر نابالغ بیٹے کو صرف پہننے کے لیے دیا ہے تو اس کپڑے کو کسی دوسرے بیٹے کو دے سکتے ہیں۔ لیکن جب صرف پہننے کے لیے نہ دیا گیا ہو بلکہ اسی کے لیے بنوایا گیا اور اسے دیدیا گیا تو نابالغ بچہ اس کا مالک ہوگیا، اب ماں باپ کو یہ اختیار نہیں کہ اپنے کسی دوسرے بیٹے کو دیں بلکہ اسی بیٹے کے کام میں لانا ضروری ہے جس کو مالک بنایا گیا ہے۔