আসসালামু আলাইকুম।
আমার বাচ্চার যখন জন্ম হয় তখন তার ফুপি একটা রুপার ব্রেচলেট বানিয়ে দিয়েছিল। বাচ্চা একটু বড় হওয়ার পর কিছুদিন পরিয়েছিলাম। পরে সেটা হারিয়ে গিয়েছে, কত টাকা বা কয় ভরির সেই ব্রেচলেট টা ছিল সেটাও মনে নেই, আর বাচ্চার ফুপি কে সেটা জানানো যাবে না হারিয়ে গিয়েছে। কষ্ট পাবে।
বাচ্চার জিনিস তো আমানত বাবা মায়ের কাছে, বালেগ হওয়ার আগ অব্ধি।
ওটা যে হারিয়ে গেল এটার জন্য করণিয় কি?
প্রশ্ন ২ : বাচ্চার নানা বাচ্চাকে একটা স্বর্ণের চেইন দিয়েছে। কিন্তু চেইন টা কিনেছে বাচ্চার মায়ের নামে, মানে ক্যাশ ম্যামোতে বাচ্চার মায়ের নাম লিখা আছে। বাচ্চার নানা বলেছে
মা চাইলে চেইন টা পরতে পারে যখন মনে চায়।
এখন আমার প্রশ্ন হলো, ওই চেইন টার মালিক কে বাচ্চা নাকি বাচ্চার মা?
ওই চেইন টার মালিক যদি বাচ্চা ই হয় তবুও কি বাচ্চার মা সেই চেইন ব্যবহার করতে পারবে?
প্রশ্ন ৩ : বাচ্চার পুরনো বা নতুন জামাকাপড় যা বাবা মা বানিয়ে দেয় অথবা কেউ হাদিয়া দেয় সেগুলো কি বাচ্চার আর কাজে না লাগলে অন্য কোন বাচ্চাকে দিয়ে দেওয়া যাবে বা পরবর্তী বাচ্চার জন্য রাখা যাবে? গুনাহ হবে কি? বিশেষ করে হাদিয়ার অনেক জামাকাপড় জুতা এসব থাকে যেগুলো ছোট হয়ে যায় বা পুরাতন হয়ে যায় সেগুলোর জন্য কি করণীয়?