বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ফরম কিনে প্রতিযোগিতায় অংশ গ্রহণ নাজায়েয হওয়ার কারণ হল, তাতে জুয়ার অর্থ চলে আসে। জুয়া বা মাইসির হারাম ও নাজায়েয।
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।(সূরা মায়েদা-৯০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)যেখানে প্রতিযোগিতা মূখ্য উদ্দেশ্য,সেখানে টাকার বিনিময়ে ফরম কিনে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কখনো জায়েয হবে না।তবে যদি কোথাও প্রতিযোগিতা মুখ্য উদ্দেশ্য না হয়,তাহলে তাতে ফরম কিনে পরীক্ষায় অংশ গ্রহণ জায়েয।সে হিসেবে আমরা বলব,
ফরম কিনে ভর্তি পরীক্ষা দিয়ে তারপর কোনো কলেজে ভর্তি হওয়াতে কোনো অসুবিধে নাই।
(২)ফরম কিনে ভর্তি পরীক্ষা দিয়ে তারপর কোনো ভার্সিটিতে ভর্তি হওয়াতে কোনো অসুবিধে নাই।
(৩)নামায পড়া ফরয,না পড়লে কবিরা গোনাহ হবে,তবে এজন্য যে শিক্ষা হারাম হবে বা পরবর্তীতে ইনকাম হারাম হবে,বিষয়টা মূলত এমন নয়।