আসসালামু আলাইকুম!
মেয়ের বাবা মা বিয়েতে রাজি এবং ছেলে মেয়ে
প্রাপ্ত বয়স্ক ! ছেলে বিদেশে থাকেন; কিন্তু কিছু সমস্যার কারনে এই মহূর্তে সামাজিক ভাবে আগানো সম্ভব হচ্ছে না! ছেলের পরিবারেও সমস্যা নাই কিন্তু ছেলের বড় ভাই অবিবাহিত হওয়ার কারনে সামাজিক বাধা রয়েছে! কিন্তু এই ক্ষেত্রে ছেলে মেয়ে গুনাহ এডাতে নিজেরা বিয়ে করে রাখতে চান হালাল সম্পর্কে থাকতে চান!! এখন ছেলে বিদেশে থেকে কি মোবাইলে বিয়ে করতে পারেন ? এটাতে কি বিয়ে হবে? তার বন্ধুদের সাক্ষী রেখে?বা কিভাবে করলে বিয়েটা জায়েজ হবে?