আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
20 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (59 points)
প্রশ্ন: السلام عليكم ورحمه الله وبركاته
আমি ও আমার পরিচিত এক ভাইয়ের মধ্যে স্বর্ণ কেনার বিষয়ে কথা হয়ে ছিল। আমি স্বর্ণ পছন্দ করেছিলাম। উনি নিয়ে আসবে আর আমি টাকা দিয়ে দিব। আমরা যেখানে সাক্ষাৎ করি, সেখানে অনেক মানুষ থাকায় মসজিদের ভিতরে চলে যাই। মসজিদে বসে উনার থেকে স্বর্ণ আমাকে দেয় এবং আমি তাকে স্বর্ণ বাবদ টাকা বুঝিয়ে দেই। মসজিদে যাওয়ার কারণ বাহিরে রাস্তায় অনেক মানুষ ছিল।
মসজিদে বেচাকেনা করা নিষেধ এবং রাসূল সা. এরা বদদোয়া রয়েছে শুনেছি।  বিষয়টি সঠিক  কিনা এবং  উল্লেখিত ক্ষেত্রে আমার জন্য করণীয় কি।

1 Answer

0 votes
by (647,070 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মসজিদে ক্রয়বিক্রয় করা মাকরুহে তাহরিমী। তবে পণ্য উপস্থিত না করে ক্রয়বিক্রয়ের রুখসত রয়েছে। প্রশ্নের বিবরণমতে উক্ত ক্রয়বিক্রয় মাকরুহে তাহরিমী হয়েছে। ভবিষ্যতে এত্থেকে বেচে থাকতে হবে। এবং কৃত ক্রয়বিক্রয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।

وفي فتح القدير للكمال ابن الهمام :
"(ولا بأس بأن يبيع ويبتاع في المسجد من غير أن يحضر السلعة) لأنه قد يحتاج إلى ذلك بأن لا يجد من يقوم بحاجته إلا أنهم قالوا: يكره إحضار السلعة للبيع والشراء. لأن المسجد محرر عن حقوق العباد، وفيه شغله بها، ويكره لغير المعتكف البيع والشراء فيه لقوله - عليه الصلاة والسلام - «جنبوا مساجدكم صبيانكم إلى أن قال وبيعكم وشراءكم»."(كتاب الصوم ،باب الإعتكاف،2/ 397،ط:دارالفكر)

 وفي الجوهرة النيرة على مختصر القدوري:
"(قوله: ولا بأس أن يبيع ويبتاع في المسجد من غير أن يحضر السلعة)۔۔أما البيع والشراء للتجارة فمكروه للمعتكف وغيره إلا أن المعتكف أشد في الكراهة وكذلك يكره أشغال الدنيا في المساجد كتحبيل القعائد والخياطة والنساجة والتعليم إن كان يعمله بأجرة وإن كان بغير أجرة أو يعمله لنفسه لايكره إذا لم يضر بالمسجد."(كتاب الصوم ،باب الإعتكاف،1/ 147،ط:المطبعة الخيرية) 

وفي تبيين الحقائق شرح كنز الدقائق وحاشية الشلبي :
(وكره إحضار المبيع والصمت والتكلم إلا بخير) أما إحضار المبيع وهي السلع للبيع فلأن المسجد محرز عن حقوق العباد وفيه شغله بها وجعله كالدكان۔۔۔۔۔۔ولغير المعتكف يكره البيع مطلقا لما روي أنه - عليه الصلاة والسلام - «نهى عن البيع والشراء في المسجد» رواه الترمذي وعنه - عليه الصلاة والسلام - أنه قال «إذا رأيتم من يبيع أو يبتاع في المسجد فقولوا له لا أربح الله تجارتك» الحديث أخرجه النسائي وقال - عليه الصلاة والسلام - «من سمع رجلا ينشد ضالة في المسجد فليقل لا ردها الله عليك»."(كتاب الصوم ،باب الإعتكاف،1/ 351،ط:دارالكتاب الإسلامي)

وفی الشامیة:
" (وكره) أي تحريما لأنها محل إطلاقهم بحر (إحضار مبيع فيه) كما كره فيه مبايعة غير المعتكف مطلقا للنھی."(كتاب الصوم ،باب الإعتكاف،2/ 449،ط:سعيد)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...