আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
বিয়ের জন্য একটা বায়োডাটা দেখার পর আমাদের সবার পছন্দ হয়। পাত্রের ইনকাম সোর্স হালাল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, পাত্রীর পর্দার বিষয়ে কোন সমস্যা হবে না বলে জানান, পাত্র নিজেও চেষ্টা করেন মাহরাম গাইরে মাহরাম মেনে চলার,। সর্বধিক বিবেচনা করে আমাদের পরিবার সম্মতি জানান। এবং ইস্তেখারা ও পজেটিভ আসে। পাত্রকেও পাত্রীর বায়োডাটা দেয়া হয়। পাত্রের সাথে কথা বললে, পাত্র জানান ওনার বোন পাত্রীর সাথে ফোনে কথা বলবেন, পাত্রীর নাম্বার ও নেন। চার দিন পর কোন ফোন না আসায় পাত্র কে জানানো হয়। পাত্র বলেন উনার বোন ব্যস্ত থকার কারণে ফোন দিতে পারেন নাই।এর দ্বারা বুঝা গেল যে উনারা পরে ফোন দিবেন। কিন্তু আজ দশ দিন হয়ে গেল এখনো কোন ফোন আসে নাই। আবার উনারা আগাবেন নাকি আগাবেন না সেটাও জানান নাই। পাত্রী এখনো ইস্তেখারা করে যাচ্ছে সব সময় পজিটিভি আসছে। কিন্তু উনাদের কোন উত্তর না পাওয়ায় বাহ্যিক দিক দিয়ে মনে হচ্ছে যে ওনারা আগাবেন না, কিন্তু মন বারবার বলে আল্লাহ চাইলে হয়তো হবে। মানে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি। গতকাল রাত নাকি সকাল সঠিক মনে নাই তবে সকালে দেখার সম্ভাবনা বেশি, একটা স্বপ্ন দেখেন পাত্রী , যে পাত্রের বোন ফোন করছেন,এবং সে অনেক খুশি। এটাও বুঝতেছি না যে স্বপ্নটা ইস্তেখারার ফল নাকি শয়তানের ওয়াসওয়াসা, আবার মনের চিন্তা থেকে নাকি।
এখন আমার প্রশ্ন হল এই সমস্ত কিছু কিসের লক্ষণ? আর পাত্রী কি এখনো ইস্তেখারা চালিয়ে যাবেন।<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250506_230127_694.sdocx-->