আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
উস্তাজ,গত পোস্টে জিন হাজির করে চিকিৎসার কথায় চিকিৎসা পদ্ধতি জায়েজ বলেছিলেন।ইয়া আলিয়ু ইসিলা হিসেবে সেই হুজুর বলেছিল।✅তবে একটা জিনিস,হাত দেখেছিল।এটা কি জায়েজ?
আমি ঐ চিকিৎসা করার পর সেই দিনই তাবিজ তখনও নিইনি,মাংস পোড়ানোর গন্ধ পাই আর বাম পায়ের উরুতে জালা অনুভব করি।সেই হুজুর বলে তাবিজ না নেয়াতে এমন হয়েছে।জিন এটাক করতে গিয়েছিল।
তারপর তাবিজ নিয়েছিলাম।পরে আবার খুলে থুয়েছি।এটা হুজুরকে বলা হয়েছে আজ দুপুরে।তারপর থেকে একটু পরপর নাকে ঐরকম পচা মাংস পোড়ানো গন্ধ পাই।পরে রুকইয়ার নিয়তে আয়াতুল কুরসি পড়রে আস্তে আস্তে স্বস্তিবোধ করি।
হুজুর বলেছে,বাইরে বের হলে জিন আমাকে ধরে ফেলবে/শেষ করে দেবে এমন।কাল আবার আসবে সেই হুজুর।
কিন্তু আমার এই মাংস পোড়ানো গন্ধ নিয়ে খটকা লাগছে।এইটা একটি ক্লিয়ার করবেন উস্তাজ প্লিজ।
আমি সেই হুজুরের প্রতি অসম্মান করতে চাচ্ছি না।কিন্তু এই হাত দেখানো,গন্ধ এগুলো নিয়ে সন্দেহ হচ্ছে।তিনি জোর দিয়ে বলেছেন,তার চিকিৎসা পদ্ধতি কুফরি কি না আরো আলেমকে দেখালে বলে দিতে পারবে।হয়তো আমিই উনাকে বেশি সন্দেহ করে ফেলছি।আমার ভুলত্রুটি মাফ করে দিয়েন।