১/ আসসালামু আলাইকুম।
আমার স্বামী হিসাবি। সে বাজার করা থেকে সব বিষয় হিসাব করে চলে।সয়াবিন তেল নিয়ে ও হিসাব করে,২ কেজি তেল দিয়ে ১ মাস নিতে হবে। অল্প অল্প বাজার করে,, তাতে আমার কেনো সমস্যা নেই। কিন্তু বাজার শেষ হলে আনতে বললে,, সে প্রশ্ন করে বাজার শেষ?তার কাছে টাকা নাই এমন কিন্তু না।ঘরে কোনো বিস্কুট ও রাখে না, যে ঘরে কেউ আসলে তার সামনে দিবো।আমার ৫ বছরের মেয়ে আছে। অর জন্য আসার সময় ৫ টাকা ১০ টাকার দামের বিস্কুট, চিপস নিয়ে আসে ওগুলো খায়।পরে মেয়ে কিছু খেতে চাইলে দিতে পারিনা।কারণ আমার কাছে তো টাকা থাকে না।আমি স্ত্রী হিসাবে যে আমার ও হাত খরচ লাগে তা সে দেয় না।
বছরে একবার একটা থ্রি পিছ দিবে। আর না। মেয়েদের যে আরও অনেক কিছু লাগে তা সে বুজে না।তার এক কথা অপচয় করা যাবে না। মেয়ে কে মাদ্রাসায় দিছি।মাদ্রাসায় পেন্সিল, খাতা,রাবার হারিয়ে গেলে কিনে দিতে হয়,কিন্তু সে কিনে দিবে না,হারালো কেনো,হারানো যাবে না।মেয়ে তো ছোট এতো কিছু বুঝে না,তাই হারিয়ে ফেলে ।টিফিনের সময় সব শিশুরাই টিফিন নিয়ে আসে।আমার স্বামী বলে টিফিন খেতে হবে না। বাসার থেকে ভাত খেয়ে যাবে।আমার শ্বশুর শাশুড়ী বৃদ্ধ। শ্বশুর বিছানায় পরা।দুই দেবর টাকা পয়সা দেয়।আমরা ২ বছর ধরে কোনো টাকা পয়সা দেই না।আমি তাকে দিতে বললে সে বলে আগে আমি সংসার চালিয়ে ছি। এখন আর দিবো না। ঔ ২ ভাই যখন টাকা দেয়া বন্ধ হবে তখন দিব।সব কিছু তেই হিসাব করে চলে। এখন আমি সংসারী কাজে কি মানি ব্যাগ থেকে টাকা নেয়া টিক হবে?
Fatema Akter R
২/ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,
কোনো এক বোনের বিয়েতে তার খুব কাছের একজন অপবাদ দিয়ে বিয়ে ভেঙে দেয়।
যিনি বিয়ে ভেঙে দিয়েছেন তিনি খুবই অনুতপ্ত।
যার বিয়ে ভেঙে দিয়েছে তার বাড়ির লোকজনের কাছে ক্ষমাও চাইতে পারেনা আর বলতেও পারেনা যে সে এই কাজ করেছে।
তার পক্ষে বিষ খাওয়া সহজ কিন্তু তাদের কাছে যাওয়া কঠিন মানে বিষ খাওয়া সমান।
এখন অন্য কোনো ওয়ে আছে কি যে সে কাজগুলো করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন।
Arjana 5
৩/ আসসালামু আলাইকুম।
একটা বিষয়ে ফতোয়া জানতে চাচ্ছি।একটু জটিল বিষয় এ বিষয়ে আমার তেমন আইডিয়া নেই।আমি একটু অনুরোধ করবো এ বিষয়ে যেন জেনে সঠিক ফতোয়াটা দেয়া হয়।বর্তমান যুগে nft যেটা একটা ব্লকচেইন।যেগুলো বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সির সাথে কিছুটা সংশ্লিষ্ট হয়তো।যেখানে ডিজিটাল আর্ট( ডিজিটালি কোন কিছু আর্ট করে) কেনা বেচা করা হয়।যেই আর্ট গুলো মালিক আকেন ও সেগুলো আমাদের মাধ্যম (সেলার) হয়ে ক্রেতার কাছে সেল করেন।যেটা ডলার এর মাধ্যমে আর্ন হয়।সো এখানে যে আর্ট গুলো থাকে এগুলো কার্টুন টাইপ মানুষ পশু পাখি বা কোন বস্তু রিলেটেড হয়।যেখানে মালিক তার স্বত্বাধিকার নিয়ে তার আর্ট সেল এর জন্য দিয়ে থাকে।এখানে কাজের ধাপ হলো ইনভেস্ট করতে হয় প্রথম এই ছবিগুলো মালিদের থেকে কিনে দেন সেলারদের কাছে ভালো একটা মূল্যে বিক্রি করে।পুরো কাজটাই হয় ব্লকচেইন বা টোকেনের মাধ্যমে।
আমার জানার বিষয় এখানে কোন কাজ পেলে তা করা জায়েজ হবে কি যেহেতু ইনভেস্ট করে সেল করা।
Ifatwa
4/ বাবা মার থেকে যদি ছেলে অন্য কাউকে বেশি ভালোবাসে বাবা মার জায়গাটা যদি অন্য কাউ কে দেয়। (মানে শাশুড়ী, বা মামী,খালা)। বাবা মা কষ্ট পায়। এটা নিয়ে হাদিসে কিছু লিখা আছে? আমার ভাই মামীর মায়া কান্নায় আর মামাার মায়া কান্নায়। এখন আমার বাবা মার কথা শুনছে না। মামাতো বোন কে বিয়ে দেয়ার জন্য অনেক বছর ধরে মামি আমাার ভাইকে হাত করে চলেছে। আমার বাবা মা চায় না এখানে বিয়ে দিতে। ভাইয়া এখন শুনছে না।। মামি বলছে বিয়ে না করলে তোমার মামার মরেই যাবে ভাইয়ার মন গলে গেছে এখন সে আমার বাবা মার কথা শুনছে না। আমার মা অনেক কষ্ট পাইছে কান্না করছে। আমার মার থেকে ও মামাীর সব কথায় দাম দিচ্ছে ভাইয়া।মামী হাদিস মানতো দেখতাম।। তাই যানতে চাই হাদিসে এমন কিছু আছে?
Amr mami sob somoy chaito amr vi k niye jete.. Amr baba na koreche amr chele amr e thakbe.. Er por meyer sathe biyer jonno pagol korteche
Sumaiya