আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
27 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।

১. আমার বাবা ইন্তেকাল করেছেন (আল্লাহ্ তাকে মাগফিরাত দান করুন এবং জান্নাত নসীব করুন, আমীন) আজ ৬৮দিন। আমার মা শুরু থেকেই ইদ্দত পালন করছেন। আমার মায়ের ৩/৪বছর পূর্বেই প্রাকৃতিকভাবেই হায়েজ বন্ধ হয়েছে। আমার প্রশ্ন, তার জন্য ইদ্দতকাল কত সময় পর্যন্ত, ৩ মাস অর্থাৎ ৯০ দিন?? নাকি ৪ মাস ১০ দিন??

২. আর অনেকেই বলে থাকেন, "ইদ্দতরত নারী ইদ্দতের ৪০/৪৫দিন পূর্ণ হলেই নিত্য কাজে/প্রয়োজনে/আত্মীয়-নিকটজনদের বাড়িতে বেড়াতে যেতে/বাহিরে যেতে পারবেন এবং ব্যবহার্য গহনা যেমন নাকফুল, চুড়ি এগুলোও পড়তে পারবেন",,, এই কথাগুলোর সত্যতা শরীয়তে আছে কী??

৩. কুরআন পড়তে জানেন না এমন ব্যক্তি, যিনি এই রমাদানে ইউটিউব থেকে একজন ক্বারীর সম্পূর্ণ কুরআন রেকর্ড তিলাওয়াত শুনেছেন। কিন্তু তিনি তিলাওয়াতে সিজদাহর আয়াতগুলো আলাদাভাবে বুঝতে পারেন নি বিধায়, কোনো তিলাওয়াতের সিজদাহ আদায়ও করতে পারেন নি। এক্ষেত্রে তিনি কীভাবে এই সবগুলো তিলাওয়াতে সিজদাহ আদায় করতে পারবেন?? মুহতারম শায়েখ এক্ষেত্রে উপায় এবং নিয়ম বললে মুনাসিব হয়... জাযাকাল্লহু খইরন।

1 Answer

0 votes
by (647,820 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইদ্দত দুই প্রকার
(১)তালাকের ইদ্দত
(২)স্বামী মৃত্যুর ইদ্দত

(১)তালাকের ইদ্দত সাধারণত তিন হায়েয বা তিন মাসিক।ছোট বালিকা যার হায়েয এখনো আসেনি বা বৃদ্ধা মহিলা যার হায়েয বন্ধ হয়ে গেছে,তার ইদ্দত হল তিন মাস।আর স্ত্রী গর্ভবতী হলে উক্ত স্ত্রীর ইদ্দত হল সন্তান ভূমিষ্ঠ হওয়া।
(২)স্বামী মৃত্যুবরণ করলে তখন স্ত্রীর ইদ্দত হল চার মাস দশদিন।স্ত্রী সন্তানসম্ভাবনা হলে স্ত্রীর ইদ্দত হল এক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হওয়া। ইদ্দত পালন কালে স্বামীর উপর স্ত্রীর ভরণপোষণ ওয়াজিব।

সাজসজ্জা পরিত্যাগঃ
عَلَى الْمَبْتُوتَةِ وَالْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا إذَا كَانَتْ بَالِغَةً مُسْلِمَةً الْحِدَادُ فِي عِدَّتِهَا كَذَا فِي الْكَافِي

স্বামী মৃত্যু বা তিন তালাক/এক তালাকে বায়েন এর ইদ্দত হলে, স্ত্রী খোশবু ও সাজসজ্জাকে পরিহার করবে।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৫৩৪)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/104


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনার মা যেহেতু স্বামী মৃত্যুর ইদ্দত পালন করছেন, তাই উনার ইদ্দত ৪ মাস ১০ দিন।

(২) ইদ্দতরত নারী ইদ্দতের সময়সীমার ভিতর আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যেতে বা বাহিরে ঘুরতে যেতে পারবে না। তাছাড়া ব্যবহার্য গহনা যেমন নাকফুল, চুড়ি ইতাদি,  এগুলোও পরিধান করতে পারবে না। তবে অপারগ হলে বাড়ীর বাহিরে যেতে পারবে।

(৩) 
মোবাইল ইত্যাদিতে রেকর্ড থেকে সিজদার আয়াত শুনলে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না। অবশ্য এ ক্ষেত্রে কেউ সিজদা করলে কোনো অসুবিধা নেই। কিন্তু সরাসরি সম্প্রচার (লাইভ) থেকে সিজদার আয়াত শুনলে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে।

(বাদায়েউস সানায়ে ১/৪৪০; ফাতহুল কাদীর ১/৪৬৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩২; শরহুল মুনইয়া, পৃ. ৫০০; আলবাহরুর রায়েক ২/১১৯; রদ্দুল মুহতার ২/১০৮;ফতোয়ায়ে মাহমুদিয়া, খন্ড-১১, পৃষ্ঠা-৫৫০;রদ্দুল মুহতার, খণ্ড-২য়, পৃষ্ঠা-৭০২, ফতোয়ায়ে মাহমুদিয়া, খণ্ড-১১, পৃষ্ঠা-৫৫০)।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...