ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(ক)
যাকাত শুধুমাত্র মালে নামী তথা ক্রমবর্ধমান মালের উপর ওয়াজিব হয়।
মালে নামী বলতে যে মাল শরীয়তের দৃষ্টিতে বাড়তে থাকে,সেগুলো সর্বমোট চার প্রকার,(১)সোনা(২)রুপা(৩)ব্যবসার মাল(৪)গবাদি পশু
এগোলো কে যেহেতু শরীয়ত বাড়ন্ত মাল বলে আখ্যা দিয়েছে,সুতরাং এগুলো বাড়ন্ত মাল।বাস্তবে সবগুলো বাড়ুক বা নাই বাড়ুক।
মালে গায়রে নামী বলতে যে মাল শরীয়তের দৃষ্টিতে বাড়ে না।উপরোক্ত মাল ব্যতীত সবগুলোই অবাড়ন্ত।যেমন-স্থাবর সম্পত্তি এবং নিজ প্রয়োজনে ক্ররিদকৃত গাড়ী আসবাবপত্র ইত্যাদি।
বিস্তারিত দেখতে ভিজিট করুন-https://www.ifatwa.info/864
যাকাত সম্পর্কে আরো জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1434
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জমি/প্লট কেনার জন্য কিস্তিতে প্রতি মাসে যেই টাকা দেয়া হয়, যা রিটার্নেবল না, তাতে যাকাত ফরয হবে না।
(খ)
হযরত আলী রাযি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেন,
وليسَ علي العواملِ شيء
হালচাষসহ যাবতীয় কাজে ব্যবহৃত গবাদী পশুর উপর জাকাতের বিধান প্রযোজ্য হবে না।(মিশকাত হা.নং-১৭৯৯)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/426
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নৌকার উপর যাকাত আসবে না। নৌকা থেকে ভাড়া বাবৎ যা প্রাপ্ত হবেন, সেটা যদি খরচাপাতির পর বৎসরের শেষে নেসাব পরিমাণ অবশিষ্ট থাকে, অথবা অন্যান্য ক্রমবর্ধমান মালের সাথে মিলিত হয়ে নেসাব পরিমাণ হিসেবে অবশিষ্ট থাকে, তাহলে যাকাত ফরয হবে। নতুবা যাকাত দিতে হবে না।