আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
33 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম,

কাজী সাহেব স্বামীকে পড়ান-

"আমি আমার স্ত্রী কে খুলা তালাক দিলাম।আমি আমার যাওযিয়ত থেকে আমার স্ত্রীকে মুক্ত করে দিলাম।আমি তাকে আর স্ত্রী বলে দাবী করবো না।"(উল্লেখ্য এখানে স্বামী ১ তালাকের নিয়ত করে কথাগুলো বলেছিলো)

উল্লেখ্য,দুইজন হানাফি মুফতি সাহেব দুই মত দিয়েছেন-

-একজন মুফতি সাহেব বলেছেন- এতে ১ তালাকে বায়েন পতিত হয়েছে।
-আরেকজন মুফতি সাহেব বলেছেন- ১ তালাকে রজয়ী পতিত হয়েছে

আমার প্রশ্ন হলো-

আমি কোন মতটি গ্রহণ করবো? উপরোক্ত বাক্যগুলো উচ্চারণ দ্বারা কয় তালাক /কি ধরনের তালাক পতিত হবে?

1 Answer

0 votes
by (648,600 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
খুলা শব্দকে দুইভাবে তালাকের জন্য ব্যবহার করা হয়, একটি হল, মালের বিপরীতে, অন্যটি হল, মাল ব্যতিত সাধারণ তালাক। যাইহোক, উভয় সূরতেই কিন্তু বায়িন তালাক তালাক পতিত হয়। চায় মালের বিপরীতে হোক বা মাল ব্যতিত হোক, খুলা শব্দ দ্বারা তালাক দিলে  বায়িন তালাকই পতিত হবে। সুতরাং প্রশ্নের বিবরণমতে 
"আমি আমার স্ত্রীকে খুলা তালাক দিলাম।" বাক্য দ্বারা বায়িন তালাকই পতিত হবে।
لما في البحرالرائق:
وذكر في البدائع من الكنايات خالعتك لا على سبيل العوض۔[البحرالرائق،باب الکنایات فی الطلاق،جلد:3،صفحہ:328،مطبوعہ:دارالمعرفۃ بیروت]

وفيه ايضا
وأما حكم الخلع فإن كان بغير بدل بأن قال خالعتك ونوى به الطلاق فحكمه أن يقع الطلاق۔[البحر الرائق،باب النفقۃ،جلد:4،صفحہ:206]

ْ وفيه ايضا
(قَوْلُهُ الْأَوَّلُ إنْ خَلَعْتُك لَا يَتَوَقَّفُ عَلَى الْقَبُولِ) أَيْ إذَا لَمْ يَكُنْ بِمُقَابَلَةِ مَالٍ، وَإِلَّا تَوَقَّفَ كَمَا قَدَّمَهُ عِنْدَ قَوْلِهِ وَالْوَاقِعُ بِهِ، وَبِالطَّلَاقِ عَلَى مَالٍ طَلَاقٌ بَائِن( البحر الرائق:٤/٩٥)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
edited by
আসসালামু আলাইকুম 
হুজুর,বাক্যগুলো দ্বারা এখানে কি ১ তালাকে বায়িন পতিত হবে? 
হুজুর রিপ্লাই দিলে অনেক উপকার হতো..

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...