ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
খুলা শব্দকে দুইভাবে তালাকের জন্য ব্যবহার করা হয়, একটি হল, মালের বিপরীতে, অন্যটি হল, মাল ব্যতিত সাধারণ তালাক। যাইহোক, উভয় সূরতেই কিন্তু বায়িন তালাক তালাক পতিত হয়। চায় মালের বিপরীতে হোক বা মাল ব্যতিত হোক, খুলা শব্দ দ্বারা তালাক দিলে বায়িন তালাকই পতিত হবে। সুতরাং প্রশ্নের বিবরণমতে
"আমি আমার স্ত্রীকে খুলা তালাক দিলাম।" বাক্য দ্বারা বায়িন তালাকই পতিত হবে।
لما في البحرالرائق:
وذكر في البدائع من الكنايات خالعتك لا على سبيل العوض۔[البحرالرائق،باب الکنایات فی الطلاق،جلد:3،صفحہ:328،مطبوعہ:دارالمعرفۃ بیروت]
وفيه ايضا
وأما حكم الخلع فإن كان بغير بدل بأن قال خالعتك ونوى به الطلاق فحكمه أن يقع الطلاق۔[البحر الرائق،باب النفقۃ،جلد:4،صفحہ:206]
ْ وفيه ايضا
(قَوْلُهُ الْأَوَّلُ إنْ خَلَعْتُك لَا يَتَوَقَّفُ عَلَى الْقَبُولِ) أَيْ إذَا لَمْ يَكُنْ بِمُقَابَلَةِ مَالٍ، وَإِلَّا تَوَقَّفَ كَمَا قَدَّمَهُ عِنْدَ قَوْلِهِ وَالْوَاقِعُ بِهِ، وَبِالطَّلَاقِ عَلَى مَالٍ طَلَاقٌ بَائِن( البحر الرائق:٤/٩٥)