আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
22 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (26 points)
edited by
আল্লাহর রাসুল ﷺ খাদ্যদ্রব্য কব্জা হবার আগে বিক্রি করতে নিষেধ করেছেন। আপনারা বলেছিলেন একপ্রকার দ্রব্য যা হস্তগত হওয়ার আগে বিক্রি জায়িজ।

এখন অনেক প্রকাশনী বই প্রকাশ হওয়ার আগেই প্রি-অর্ডার নেয়। এধরণের লেনদেন জায়িজ কিনা।
আবার অনেক ওয়েবসাইট আছে, যারা বই বিক্রি করে। কিন্তু সবসময় সে বই তাদের কাছে থাকে না। যদি থাকে তবে লেখা থাকে। না থাকলে তারা কিনে এনে দিবে। এক্ষেত্রে এটাও বলা থাকে। এখন যদি বইটি তাদের হাতে না থাকে তাহলে কি তা কেনা জায়িজ হবে? কোনো সাইট বলবে আপনার হাতে পৌছানোর পর তা বিক্রয় বলে গণ্য হবে অর্ডারের পর নয়। এটা কি ঠিক?

1 Answer

0 votes
by (647,820 points)


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ
হে মুমিনগণ! যখন তোমরা কোন নির্দিষ্ট সময়ের জন্যে ঋনের আদান-প্রদান কর, তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোন লেখক ন্যায়সঙ্গতভাবে তা লিখে দেবে; লেখক লিখতে অস্বীকার করবে না।(সূরা বাকারা-২৮২)

ইবনে আব্বাস রাযি বলেন,
"أشهد أن السلف المضمون إلى أجل مسمى قد أحله الله في كتابه ، وأذن فيه ) ، ثم قرأ : ( يا أيها الذين آمنوا إذا تداينتم )"
আমি সাক্ষ্য দিচ্ছি যে,বয়ে সালাম কে আল্লাহ উক্ত আয়াতের মাধ্যমে হালালা করে দিয়েছেন।এবং বয়ে সালামের অনুমতি দিয়েছেন।অতঃপর ইবনে আব্বাস রাযি উপরেক্ত আয়াত তেলাওয়াত করেন।
(মসনদে শা'ফেয়ী -১৩১৪,মুসতাদরাকে হাকিম-২/২৮৬,সুনানে বায়হাক্বী-৬/১৮,ইরওয়াউল গালিল-৫/২১৩)

হস্তগত হওয়ার পূর্বে মাল বিক্রয় এবং বয়ে সালামের মধ্যে পার্থক্য হল, বয়ে সালাম করতে হলে, বিক্রেতার নিকট প্রকাশ্যে বা অপ্রকাশ্যে মাল বিদ্যমান থাকতে হবে। যেহেতু ডোরশপ /রিসেল ইত্যাদিতে মাল অনুপস্থিত। কাজেই সেটা নাজায়েয। কিন্তু যেহেতু বয়ে সালামে মাল হস্তগত বা আয়ত্বে থাকে, যদিও সেটা অর্থগতভাবেই হোক না কেন! কাজেই বয়ে সালাম জায়েয।

সুতরাং বই প্রকাশ হওয়ার পূর্বেও উক্ত বইয়ের প্রি-অর্ডার নেয়া জায়েয হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...