বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ
হে মুমিনগণ! যখন তোমরা কোন নির্দিষ্ট সময়ের জন্যে ঋনের আদান-প্রদান কর, তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোন লেখক ন্যায়সঙ্গতভাবে তা লিখে দেবে; লেখক লিখতে অস্বীকার করবে না।(সূরা বাকারা-২৮২)
ইবনে আব্বাস রাযি বলেন,
"أشهد أن السلف المضمون إلى أجل مسمى قد أحله الله في كتابه ، وأذن فيه ) ، ثم قرأ : ( يا أيها الذين آمنوا إذا تداينتم )"
আমি সাক্ষ্য দিচ্ছি যে,বয়ে সালাম কে আল্লাহ উক্ত আয়াতের মাধ্যমে হালালা করে দিয়েছেন।এবং বয়ে সালামের অনুমতি দিয়েছেন।অতঃপর ইবনে আব্বাস রাযি উপরেক্ত আয়াত তেলাওয়াত করেন।
(মসনদে শা'ফেয়ী -১৩১৪,মুসতাদরাকে হাকিম-২/২৮৬,সুনানে বায়হাক্বী-৬/১৮,ইরওয়াউল গালিল-৫/২১৩)
হস্তগত হওয়ার পূর্বে মাল বিক্রয় এবং বয়ে সালামের মধ্যে পার্থক্য হল, বয়ে সালাম করতে হলে, বিক্রেতার নিকট প্রকাশ্যে বা অপ্রকাশ্যে মাল বিদ্যমান থাকতে হবে। যেহেতু ডোরশপ /রিসেল ইত্যাদিতে মাল অনুপস্থিত। কাজেই সেটা নাজায়েয। কিন্তু যেহেতু বয়ে সালামে মাল হস্তগত বা আয়ত্বে থাকে, যদিও সেটা অর্থগতভাবেই হোক না কেন! কাজেই বয়ে সালাম জায়েয।
সুতরাং বই প্রকাশ হওয়ার পূর্বেও উক্ত বইয়ের প্রি-অর্ডার নেয়া জায়েয হবে।