বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইকামত সাধারণত মুওয়াজ্জিন সাহেবই দিয়ে থাকেন। ইকামত বিশুদ্ধ হওয়ার জন্য ইমাম সাহেবের পিছনে দেওয়া শর্ত নয়। তবে যেহেতু ইমামের স্থলাভিষিক্ত হওযার প্রয়োজনিয়তা হতে পারে, এবং মুওয়াজ্জিন সাহেব সেটার যোগ্য বা উপযক্ত। কাজেই মুওজ্জিন সাহেব ইমামের ঠিক পিছনে দাড়াবেন। এটাই উচিত ও উত্তম হবে।
মোটকথা,
সাধারণ বিচক্ষণ ও দ্বীনি জ্ঞানসম্পন্ন ব্যক্তিগণই ইমামের নিকটবর্তী ও পিছনে দাঁড়াবেন। অতঃপর অন্যরা দাঁড়াবে (ছহীহ মুসলিম, হা/৪৩২; মিশকাত, হা/১০৮৮-৮৯) যাতে করে তারা ইমামের ভুলের ক্ষেত্রে তাকে সতর্ক করতে পারেন এবং প্রয়োজনে ইমামের স্থলাভিষিক্ত হতে পারেন (ফিক্বহুস সুন্নাহ, ১/২২৯)।
قال النووی: وفی ھذا الحدیث تقدیم الافضل فالافضل الی الامام لانہ اولیٰ بالاکرام، ولانہ ربما احتاج الامام الی استخلاف فیکون ھو اولی ولانہ یتفطن لتنبیہ الامام علی السھو لمالا یتفطن لہ غیرہ ولیضبطوا صفۃ الصلاۃ ویحفظوھا وینقلوھا ویعلموھا الناس ولیقتدی بافعالھم من ورائھم۔
الفتاوی الھندیۃ: (89/1، ط: دار الفکر)
وینبغی ان یکون بحذاء الامام من ھو افضل کذا فی شرح الطحاوی۔
نجم الفتاوی: (279/2)