আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
28 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (30 points)
আচ্ছালামু আলাইকুম প্রিয় শায়েখ। আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। হযরতের কাছে আমার প্রশ্ন হচ্ছে -

মসজিদে আমরা দেখি প্রথম কাতারে জায়নামাজ বিছিয়ে জায়গা করে রাখা হয় যে, এখানে অমুক দাঁড়াবেন ইত্যাদি। মুয়াজ্জিন সাহেবের জন্যেও নির্দিষ্ট করে ইমামের পেছন বরাবরেই জায়গা ধরে রাখা হয়। মসজিদে কি ইমাম ছাড়া , কারও জন্য এভাবে জায়গা ধরে রাখা ঠিক ??

1 Answer

0 votes
by (647,820 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইকামত সাধারণত মুওয়াজ্জিন সাহেবই দিয়ে থাকেন। ইকামত বিশুদ্ধ হওয়ার জন্য ইমাম সাহেবের পিছনে দেওয়া শর্ত নয়। তবে যেহেতু ইমামের স্থলাভিষিক্ত হওযার প্রয়োজনিয়তা হতে পারে, এবং মুওয়াজ্জিন সাহেব সেটার যোগ্য বা উপযক্ত। কাজেই মুওজ্জিন সাহেব ইমামের ঠিক পিছনে দাড়াবেন। এটাই উচিত ও উত্তম হবে। 

মোটকথা,
 সাধারণ বিচক্ষণ ও দ্বীনি জ্ঞানসম্পন্ন ব্যক্তিগণই ইমামের নিকটবর্তী ও পিছনে দাঁড়াবেন। অতঃপর অন্যরা দাঁড়াবে (ছহীহ মুসলিম, হা/৪৩২; মিশকাত, হা/১০৮৮-৮৯) যাতে করে তারা ইমামের ভুলের ক্ষেত্রে তাকে সতর্ক করতে পারেন এবং প্রয়োজনে ইমামের স্থলাভিষিক্ত হতে পারেন (ফিক্বহুস সুন্নাহ, ১/২২৯)।

قال النووی: وفی ھذا الحدیث تقدیم الافضل فالافضل الی الامام لانہ اولیٰ بالاکرام، ولانہ ربما احتاج الامام الی استخلاف فیکون ھو اولی ولانہ یتفطن لتنبیہ الامام علی السھو لمالا یتفطن لہ غیرہ ولیضبطوا صفۃ الصلاۃ ویحفظوھا وینقلوھا ویعلموھا الناس ولیقتدی بافعالھم من ورائھم۔

الفتاوی الھندیۃ: (89/1، ط: دار الفکر)
وینبغی ان یکون بحذاء الامام من ھو افضل کذا فی شرح الطحاوی۔

نجم الفتاوی: (279/2)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...