আসসালামু আলাইকুম।
একজন ক্রেতা যদি আমার কাছে হারাম জিনিস কিনতে চায়, যা আমার দোকানে এখনো আছে, কিন্তু শীঘ্রই আর বিক্রি করব না, সেই ক্রেতাকে শুধু ধরে রাখার জন্য কি তার কাছে ওই হারাম জিনিসটা বিক্রি করতে পারবো ? পরে আর এইসব হারাম জিনিস বিক্রি করবো না, হালাল বিক্রি করবো, শুধু সেই ক্রেতাকে ধরে রাখার জন্য চাচ্ছিলাম যে বিক্রি করি।
এই টাকার পুরোটাই আমি দান করে ফেলবো, শুধু ক্রেতাকে ধরে রাখার জন্য, এই নিয়তে বিক্রি করতে চাচ্ছিলাম ।