আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
50 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (10 points)
edited by
আসসালামু আলাইকুম,
গতকালকে এ বিষয়ে প্রশ্ন করেছি কিন্তু এই প্রশ্নটি করতে ভুলে গিয়েছি।।তাই নিচে প্রশ্নটি করছি:

আমার স্বামী আমায় বিয়ের পর তালাকে শর্তযুক্ত অধিকার  দিয়েছে "আমি কোনোদিন তোমার গায়ে হাত তুললে তুমি আমাকে ছাইড়া যাইয়ো। আমি যদি কখনো তোমাকে জোড়জুলুম করি অথবা কোনো জিনিস কোনো কিছু নিয়ে জোড় জুলুম করি তাহলে তুমি তালাক গ্রহন করতে পারো"

আমি তাকে জিজ্ঞেস করেছি যে " জোড়জুলুম দিয়ে তুমি কি বুঝিয়েছো"
আমার স্বামী বলেছেন যে " বুঝিয়েছি যদি তোমাকে প্রহার করি।খারাপ জিনিসে জোড় করি যা ইসলাম সমর্থন করে না।"

আমি তারপর জিজ্ঞেস করলাম যে " জোড় জুলুম দিয়ে তার মানে অত্যাচার করাকে বুঝিয়েছো?? শারিরীক বা মানসিক "

আমার স্বামী বলল " এতো কিছু না তুমি শুধু প্রহার করা বোঝো তোমাকে মারা বোঝো "  (অর্থাৎ জোড়জুলুম দিয়ে সে মারধর করাকে ইঙ্গিত করেছেন  শর্ত দেয়ার সময় তা বুঝিয়েছেন  হয়তো )

প্রশ্ন ১। আমার স্বামী প্রায়ই আমাকে সিনেমা দেখা নিয়ে জোড় করেন।।আমি আল্লাহর নামে বিয়ের আগে কসম কেটেছিলাম সিনেমা দেখব না গান শুনব না।।। কিন্তু আমার স্বামী আমাকে সিনেমা দেখতে জোড় করে।।আমি আমার স্বামীকেও  বলেছি যে আমি আল্লাহর নামে কসম কেটেছি সিনেমা দেখব না।। তখন সে বলে "এমন কসম কেন করো যা রাখতে পারবা না"।  এই সিনেমা দেখতে জোড় করলে আমি মানসিক ভাবে খুব বিরক্ত হই।।।খুবই বিরক্ত।।।কারন আমি কসম কেটেছি।।  এতে আমার স্বামীর দেয়া তালাকের শর্ত প্রতিফলিত হয়েছে?? সে যে আমাকে সিনেমা দেখতে জোড় করে এবং আমি মানসিক ভাবে খুবই বিরক্ত হই তাতে তালাকের অধিকারের শর্ত প্রতিফলিত হয়েছে?? ( কারন এটা ইসলামে অপছন্দনীয় কাজ খারাপ কাজ)

বি: দ্র:আমি তাকে বারবার বলি সিনেমা দেখব না বারবার নিষেধ করি কিন্তু সে জোড় করে দেখার জন্য।।। (কিন্তু আমার স্বামী অত্যাচার করার মতো জোড় করে না যেমন: মারধোর করা বা এমন ভাবে জোড় করা  যে মানসিক ভাবে আমি বিপর্যস্ত হয়ে গিয়েছি এমন)

প্রশ্ন ২। আমি যখন তাকে বলেছি তুমি সিনেমা দেখায় জোড় করো সবসময় এটা তো খারাপ কাজ ইসলাম সমর্থন করেনা।। তুমি তো শর্তে জোড়জুলুম দিয়ে তাই বুঝিয়েছো যে খারাপ কোনো কাজে যদি জোড়জুলুম করো যা ইসলাম সমর্থন করেনা তাইলে তালাক গ্রহন করতে পারি আমি।।।

তখন আমার স্বামী  বলল " কিন্তু আমি কি তোমার গায়ে হাত তুলি?? তোমাকে মারধোর করি সিনেমা দেখার জন্য?? তাহলে শর্ত প্রতিফলিত হয় কিভাবে??"

সে তো আমাকে সিনেমা দেখার জন্য জোড় করে এতে কি শর্ত প্রতিফলিত হয়েছে?? (যদিও সে তো আমাকে অত্যাচার করার মতো জোড় করে না যেমন : মারধোর করা বা এমন জোড় করা যে আমি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে যাই)

1 Answer

0 votes
ago by (643,950 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
"জোড় জুলুম দিয়ে তার মানে অত্যাচার করাকে বুঝিয়েছো? শারিরীক বা মানসিক "

আমার স্বামী বলল " এতো কিছু না তুমি শুধু প্রহার করা বোঝো তোমাকে মারা বোঝো "  (অর্থাৎ জোড়জুলুম দিয়ে সে মারধর করাকে ইঙ্গিত করেছেন  শর্ত দেয়ার সময় তা বুঝিয়েছেন  হয়তো"


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে যেহেতু জোরজুলুম দ্বারা সে প্রহারকেই ব্যখ্যা করে বুঝিয়েছে, কাজেই জোরজুলুম দ্বারা প্রহারই গ্রহণযোগ্য হবে। সুতরাং সিনেমা দেখলে গোনাহ হবে এবং কসম ভঙ্গের গোনাহ হবে ও কাফফারা আসবে,  তবে আপনি তালাকের অধিকার পাবেন না।  কারণ স্বামীর তাফবীজে তালাক যেই শর্তে দেয়া হয়েছিলো, শর্তের অনুপস্থিতির আরোকে সেটা এখন কার্যকর হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...