ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
"জোড় জুলুম দিয়ে তার মানে অত্যাচার করাকে বুঝিয়েছো? শারিরীক বা মানসিক "
আমার স্বামী বলল " এতো কিছু না তুমি শুধু প্রহার করা বোঝো তোমাকে মারা বোঝো " (অর্থাৎ জোড়জুলুম দিয়ে সে মারধর করাকে ইঙ্গিত করেছেন শর্ত দেয়ার সময় তা বুঝিয়েছেন হয়তো"
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে যেহেতু জোরজুলুম দ্বারা সে প্রহারকেই ব্যখ্যা করে বুঝিয়েছে, কাজেই জোরজুলুম দ্বারা প্রহারই গ্রহণযোগ্য হবে। সুতরাং সিনেমা দেখলে গোনাহ হবে এবং কসম ভঙ্গের গোনাহ হবে ও কাফফারা আসবে, তবে আপনি তালাকের অধিকার পাবেন না। কারণ স্বামীর তাফবীজে তালাক যেই শর্তে দেয়া হয়েছিলো, শর্তের অনুপস্থিতির আরোকে সেটা এখন কার্যকর হবে না।