একজন মহিলা সঞ্চয়পত্র কিনেছেন। ব্যবসা করার সুযোগ তার নেই। এই সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত লাভ তিনি নিজে ব্যবহার করেন না। গরিব আত্মীয় স্বজন বা অনাত্মীয় কে দিয়ে দেয়।
সম্প্রতি ঐ মহিলার একমাত্র সন্তান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান। বিদ্যালয়ের সব ফ্যান, লাইট, পানির মোটর, ইলেকট্রিক তার সব কয়েক মাস আগে চোর নিয়ে গেছে। বাচ্চাদের থেকে কোন ফি নেয়া হয় না। বেশির ভাগ বাচ্চা খুব গরীব, অথবা নিম্ন মধ্যবিত্ত। তীব্র গরমে তাদের খুব কষ্ট হয়। লাইট না থাকায় ক্লাসরুম গুলো ঝড় বৃষ্টির সময় অন্ধকার হয়ে যায়।
এমতাবস্থায় ঐ মহিলা কি সঞ্চয়পত্রের সুদের টাকায় কিছু ফ্যান লাইট উক্ত বিদ্যালয়ে ক্রয় করে দিতে পারবেন?? মহিলা তার নিজের পরিচয় গোপন রাখবেন। দয়া করে দ্রুত উত্তর প্রদান করে কৃতজ্ঞ করবেন।